নিউইয়র্ক ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৭-১৮ মার্চ ফ্লোরিডায় ২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৮৪৪ বার পঠিত

ফ্লোরিডা থেকে বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বপ্নের অঙ্গরাজ্য ফ্লোরিডার নয়াভিরাম শহর ওয়েস্ট পামবীচের মেগা সাউথ ফ্লোরিডা ফেযার গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো-২০১৮। স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজেনে আগামী ১৭-১৮ মার্চ বসছে দু’দিনের এই মেলা। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর থাকছে উৎসব.কম।
১৯৯৯ সালে শুরু হয় এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো। সেই থেকে বছরের পর বছর এই মেলার পরিধি ও প্রসার বাড়তে থাকে। ছোট মেলা এখন বিশাল মেলায় পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে প্রায় ২০ হাজারের মতো দর্শক-শ্রোতার সমাবেশ ঘটে এই মেলায়। এতে এশিয়ান কমিউনিটির প্রবাসীরা ছাড়াও বিপুল সংখ্যক আমেরিকান অংশ নেন। যার ফলে মেলা প্রাণবন্ত হয়ে উঠে। সর্বশেষ ১৫টির মতো এশিয়ান দেশ তাদের সাংস্কৃতিক দল এই মেলায় অংশ নেয়। ফলে ৫ শতাধিক বহুজাতিক শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনায় মেহনীয় ও দৃষ্টি নন্দন হয়ে উঠে এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো। এতে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পরা অংশ নেন। পারিবারিক পরিবেশে সবমিলিয়ে মেলায় থাকবে বিনোদনের মহাসমারোহ।
এবারের এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে থাকবে বিখ্যাত চাইনিজ লায়ন নৃত্য, ড্রাগন নৃত্য, কুংফু শো, কোরিয়ান টাইকুনডো, থাই দেশীয় নৃত্য, ইসরাইলী নৃত্য, ফায়ার নৃত্য, যাদু প্রদর্শণী, মধ্যপ্রাচ্যের নৃত্য, চীনের ঐতিহাসিক এক্সোবের্ট নৃত্য, মার্শাল আর্ট প্রদর্শনী, ভারতীয় নৃত্য ও বাংলাদেশী লোক নৃত্য সহ অন্যান্য পরিবেশনা। এছাড়াও বিশেষ আকর্ষণ থাকবে দু’দিনের অনুষ্ঠান বিরতিহীন পরিবেশনা।
এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র কনভেনর এবিএম গোলাম মোস্তফা জানান, এবার ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন থাকবে। উত্তর আমেরিকায় এশিয়ান কমিউনিটির এতো বড় আয়োজনে কোথায় কোন শো হয় না। বিগত ২৪ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে এই শো আয়োজিত হয়ে আসছে।
চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র ২৫ বছর পূর্তী এবারের অনুষ্ঠান হবে ঐতিহাসিক। এই বিশ্বাস আমাদের রয়েছে।
সদস্য সচিব তামান্না আহমেদ জানান, এবার এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র রজত জয়ন্তী বলে ফেস্টিভ্যালটিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করতে অনেক কমৃসূচী গ্রহণ করা হয়েছে।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা আশা করছি দু’দিনের অনুষ্ঠানে মোহনীয় ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়া হবে। এতে ভারতের জনপ্রিয় ‘ইন্ডিয়ান আইডল-২০১৭’ বিজয়ী এল. ভি. বেরান্থ খোদা বকশ, বাংলাদেশের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, বাংলাদেশের সেরা মডেল ও অভিনেত্রী সাদিয়া হোসেন মৌ সহ ৫ শতাধিক বহুজাতিক শিল্পী অংশ নেবেন।
তিনি বলেন, এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র দু’দিনের অনুষ্ঠানে শিশু-কিশোর-কিশোরীদের জন্য থাকবে বিশেষ আয়োজন। বিশেষ করে থাকবে ফার্নিডেল রাইডস ও খেলাধুলা।
এদিকে এবারের এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র জন্য ইতিমধ্যেই প্রায় ৫০০ স্টল বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্টল কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা। এরমধ্যে এশিয়ান কমিউনিটির রকমারী স্টলের চাহিদা বেশী রয়েছে। তিনি বলেন, অন্যান্যবারের তুলনায় এবার বেশী সাড়া পাওয়া যাচ্ছে। থাকবে রকমারী আর মুখরোচক খাবারের স্টল।
২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো সফল করতে স্বাগতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান ও সাধারণ সম্পাদক এম রহমান জহির সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছেন- ফেস্টিভ্যাল কমিটির কো কনভেনর ইফতেকার হোসেন রিংকু, আউলে দয়াল, মো: আলমগীর কবীর ও মো: শাহেদ, কো চেয়ারম্যান কবীর চৌধুরী তুহিন, মো: কুতুবউদ্দিন ও হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মো: খোরশেদ, ইভেন্ট সুপারভাইজর জনি এস জনি, রিসিপসন কমিটির চেয়ারম্যান এম. তানভীর, ডিসিপ্ল্যান কমিটির আইয়ুব আলী সহ অন্যান্য কমিটির এবং কমিটির সদস্যবৃন্দ।
অপরদিকে এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র আয়োজক তথা স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ এমরান, সহ সভাপতি আরিফ আহমেদ আশরাফ, সেক্রেটারী এম রহমান জহির এক যুক্ত বিবৃতিতে আসন্ন ফেস্টিভ্যাল সফল করতে সবার সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

১৭-১৮ মার্চ ফ্লোরিডায় ২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো

প্রকাশের সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮

ফ্লোরিডা থেকে বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বপ্নের অঙ্গরাজ্য ফ্লোরিডার নয়াভিরাম শহর ওয়েস্ট পামবীচের মেগা সাউথ ফ্লোরিডা ফেযার গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো-২০১৮। স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজেনে আগামী ১৭-১৮ মার্চ বসছে দু’দিনের এই মেলা। এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর থাকছে উৎসব.কম।
১৯৯৯ সালে শুরু হয় এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো। সেই থেকে বছরের পর বছর এই মেলার পরিধি ও প্রসার বাড়তে থাকে। ছোট মেলা এখন বিশাল মেলায় পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে প্রায় ২০ হাজারের মতো দর্শক-শ্রোতার সমাবেশ ঘটে এই মেলায়। এতে এশিয়ান কমিউনিটির প্রবাসীরা ছাড়াও বিপুল সংখ্যক আমেরিকান অংশ নেন। যার ফলে মেলা প্রাণবন্ত হয়ে উঠে। সর্বশেষ ১৫টির মতো এশিয়ান দেশ তাদের সাংস্কৃতিক দল এই মেলায় অংশ নেয়। ফলে ৫ শতাধিক বহুজাতিক শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনায় মেহনীয় ও দৃষ্টি নন্দন হয়ে উঠে এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো। এতে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পরা অংশ নেন। পারিবারিক পরিবেশে সবমিলিয়ে মেলায় থাকবে বিনোদনের মহাসমারোহ।
এবারের এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে থাকবে বিখ্যাত চাইনিজ লায়ন নৃত্য, ড্রাগন নৃত্য, কুংফু শো, কোরিয়ান টাইকুনডো, থাই দেশীয় নৃত্য, ইসরাইলী নৃত্য, ফায়ার নৃত্য, যাদু প্রদর্শণী, মধ্যপ্রাচ্যের নৃত্য, চীনের ঐতিহাসিক এক্সোবের্ট নৃত্য, মার্শাল আর্ট প্রদর্শনী, ভারতীয় নৃত্য ও বাংলাদেশী লোক নৃত্য সহ অন্যান্য পরিবেশনা। এছাড়াও বিশেষ আকর্ষণ থাকবে দু’দিনের অনুষ্ঠান বিরতিহীন পরিবেশনা।
এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র কনভেনর এবিএম গোলাম মোস্তফা জানান, এবার ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন থাকবে। উত্তর আমেরিকায় এশিয়ান কমিউনিটির এতো বড় আয়োজনে কোথায় কোন শো হয় না। বিগত ২৪ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে এই শো আয়োজিত হয়ে আসছে।
চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র ২৫ বছর পূর্তী এবারের অনুষ্ঠান হবে ঐতিহাসিক। এই বিশ্বাস আমাদের রয়েছে।
সদস্য সচিব তামান্না আহমেদ জানান, এবার এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র রজত জয়ন্তী বলে ফেস্টিভ্যালটিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করতে অনেক কমৃসূচী গ্রহণ করা হয়েছে।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা আশা করছি দু’দিনের অনুষ্ঠানে মোহনীয় ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়া হবে। এতে ভারতের জনপ্রিয় ‘ইন্ডিয়ান আইডল-২০১৭’ বিজয়ী এল. ভি. বেরান্থ খোদা বকশ, বাংলাদেশের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, বাংলাদেশের সেরা মডেল ও অভিনেত্রী সাদিয়া হোসেন মৌ সহ ৫ শতাধিক বহুজাতিক শিল্পী অংশ নেবেন।
তিনি বলেন, এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র দু’দিনের অনুষ্ঠানে শিশু-কিশোর-কিশোরীদের জন্য থাকবে বিশেষ আয়োজন। বিশেষ করে থাকবে ফার্নিডেল রাইডস ও খেলাধুলা।
এদিকে এবারের এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র জন্য ইতিমধ্যেই প্রায় ৫০০ স্টল বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্টল কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা। এরমধ্যে এশিয়ান কমিউনিটির রকমারী স্টলের চাহিদা বেশী রয়েছে। তিনি বলেন, অন্যান্যবারের তুলনায় এবার বেশী সাড়া পাওয়া যাচ্ছে। থাকবে রকমারী আর মুখরোচক খাবারের স্টল।
২৫তম এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো সফল করতে স্বাগতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান ও সাধারণ সম্পাদক এম রহমান জহির সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছেন- ফেস্টিভ্যাল কমিটির কো কনভেনর ইফতেকার হোসেন রিংকু, আউলে দয়াল, মো: আলমগীর কবীর ও মো: শাহেদ, কো চেয়ারম্যান কবীর চৌধুরী তুহিন, মো: কুতুবউদ্দিন ও হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মো: খোরশেদ, ইভেন্ট সুপারভাইজর জনি এস জনি, রিসিপসন কমিটির চেয়ারম্যান এম. তানভীর, ডিসিপ্ল্যান কমিটির আইয়ুব আলী সহ অন্যান্য কমিটির এবং কমিটির সদস্যবৃন্দ।
অপরদিকে এশিয়ান ট্রেড-ফুড ফেয়ার ও কালচারার শো’র আয়োজক তথা স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ এমরান, সহ সভাপতি আরিফ আহমেদ আশরাফ, সেক্রেটারী এম রহমান জহির এক যুক্ত বিবৃতিতে আসন্ন ফেস্টিভ্যাল সফল করতে সবার সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করেছেন।