শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার ভিশন ২০২০ বাস্তবায়ন করতে হবে
- প্রকাশের সময় : ০৪:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
- / ৯২৯ বার পঠিত
ফ্লোরিডা: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। মুজিব সৈনিকরা আজ বাংলাদেশ পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২০ বাস্তবায়ন করতে হবে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এজন্য চাই দেশে-প্রবাসে সকল মুজিব সৈনিকের ঐক্য।
ফ্লোরিডার ফোরাম প্লাজা সানরাইজস্থ মাহফিল রেষ্টুরেন্টে ১৬ আগষ্ট রোববার সন্ধ্যায় আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আইয়ুব খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, বিশেষ আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন।
অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লাব্বি আর গীতা থেকে পাঠ করেন যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক সুব্রত সরকার। আলোচনায় অংশ নেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ শাহিন মাহমুদ, ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কুদরত-ই খোদা, ষ্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্বাস, আওয়ামী লীগ নেতা নাফিজ জুয়েল, ইকবাল গণি চৌধুরী, নান্নু আহমেদ, সরকার হারুন, মহিলা সম্পাদিকা রুবি আওলাদ, যুনায়েদ আক্তার, ষ্টেট যুবলীগের সভাপতি সঞ্চয় কুমার সাহা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সহ সভাপতি আকতারুজ্জামান পলাশ ও রেজাউল করীম চৌধুরী, প্রচার সম্পাদক সরজ মজুমদার, আলী আক্কাস প্রমুখ।
এছাড়া কবিতা আবৃত্তি করেন সালমা আক্তার মিনু ও লায়লা হারুন।
অনুষ্ঠানে এম ফজলুর রহমান বলেন, দেশ আর প্রবাসের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের শোককে শক্তিতে পরিণত করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে¡ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে।
সাজ্জুদুর রহমান সাজ্জাদ বলেন, ‘জাতির পিতা’ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম কিনা জানিনা, আমেরিকা আসতে পারতাম কিনা জানিনা। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন শেখ মুজিব দেশপ্রেমিক, খাঁটি বাঙলী। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। প্রধানন্ত্রী শেখ হাসিনা আর আগামী দিনের ভবিষ্যত সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই এখন আমাদের প্রধান কাজ।
ফারুক আহমেদ বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিককে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।