লসএঞ্জেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আদিবের মৃত্যু
- প্রকাশের সময় : ০৩:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
- / ৭৫৭ বার পঠিত
ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী-আমেরিকান তরুণ আদিব হাসনাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো মাত্র ২০ বছর। গত ৭ মে রোববার রাত ১টার দিকে লসএঞ্জেলেসের ১০ ফ্রিওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আদিব হাসানের জন্ম লসএঞ্জেলেসে এবং তার বাবার নাম হাবিব হাসনাত বাদল আর মাতার নাম আকলিমা হাসনাত মিলি। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামে। একমাত্র পুত্র সন্তান হারিয়ে তার মা-বাবা শোকে নিথর। সেই সাথে আদিবের এই অকাল মৃত্যুতে লসএঞ্জেলেসের পুরো বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে।
ঐদিন আদিব একটি বাসায় দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ১০ ফ্রিওয়ের ভিয়া ভারডে অফর্যাম্পের কাছাকাছি একাধিক গাড়ির সংঘর্ষে আদিবের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকেই আবিদ ৯১১ কল করে এবং বন্ধু-বান্ধবসহ তার বাবাকে ফোন দেয়। তারপর ফ্রিওয়েতে গাড়ির ক্ষতি দেখার জন্য বাইরে আসলে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সংশ্লিস্টরা জানান।
এদিকে মরহুম আদিবের নামাজে জানাজা ১০ মে বুধবার দুপুরে স্থানীয় আসুজায় মসজিদ আল ফাতিহায় অনুষ্ঠিত এবং জানাজার পর মনরোভিয়ার লাইভ ওক মরচুয়ারিতে দাফন করা হয় বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।