যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশী মেয়র নির্বাচিতের পথে

- প্রকাশের সময় : ০২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১২১ বার পঠিত
হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশী-আমেরিকান কোন সিটির মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যেও অপেক্ষাকৃত ছোট শহর মেলবর্ন সিটিতে ডেমোক্র্যাটিক দলের মেয়র নির্বানের প্রাইমারীতে জয়ের পথে দুই বাংলাদেশীর একজন। গত মঙ্গলবার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আগামী নভেম্বরে মূল নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, উল্লেখিত মেলবর্ন সিটিতে আড়াই থেকে তিন হাজার ভোটার। এদের মধ্যে বাংলাদেশী দেড় হাজারের মতো। সিটির ভোটাদের প্রায় সবাই ডেমোক্র্যাট দলের ভোটার হিসেবে রেজিষ্টার্ড। শুধু বাংলাদেশী ভোটার নয় অন্যান্য ভোটারের ভোটেও তারা নির্বাচিত হন। ফলে এই সিটিতে রিপাবলিকান দল কিংবা অন্য কারও মেয়র হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী কমিউনিটি মেয়র পেতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন বাংলাদেশী-আমেরিকান দুই প্রার্থী যথাক্রমে মোহাম্মদ নুরুল হাসান এবং মাহাবুবুল তৈয়ব। তারা উভয়ে নির্বাচিত কাউন্সিম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান কাছাকাছি হওয়ায় চুড়ান্ত ফলাফল ঘোষণার জন্য অ্যাবসেন্টি ব্যালটের অপেক্ষা করছে নির্বাচন অফিস।
এদিকে, মেলবর্ন সিটির প্রাইমারিতে কাউন্সিলর পদেও তিন বাংলাদেশী জয়ী হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন এবং আলাউদ্দিন পাঠোয়ারী। এছাড়াও ট্যাক্স কালেক্টরস পদে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশী সাজ্জাদ হোসেন।
অপরদিকে মঙ্গলবার দিনই পেন্সিলভেনিয়ার আপারডার্বি টাউন শিপেও প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন পদে চার বাংলাদেশী অংশ নিলেও একমাত্র কনস্টেবল পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাফর ইকবাল নামের এক বাংলাদেশী।
তাদের প্রত্যেকের জয়ে অভিনন্দন জানিয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ড. ইবরুল চৌধুরী ও ড. নীনা আহমেদ।