ম্যানহাটন যুবলীগের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন পালন
- প্রকাশের সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০১৬
- / ৮৬৫ বার পঠিত
নিউইয়র্ক: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ম্যানহাটন বুরো যুবলীগ। এ উপলক্ষ্যে গত ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানেল ষ্ট্রিটের স্থানীয় একটি রেষ্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। শাখা সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুুল হায়দার চৌধুরী (তারিক)। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আতিকুর রহমান সুজন, যুবলীগ নেতা সাইফুল্লাহ ভূঁইয়া, স্বপন কর্মকার, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য ইসমাইল হোসেন স্বপন, বিশেষ বক্তা যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য রিয়াজুল কাদির লস্কর মিঠু। বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট কমিটির আহবায়ক মিরু শিকদার, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম বিটি, নিউইয়র্ক সিটি আহবায়ক খন্দকার জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সুমন আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন ম্যানহাটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম। সভা পরিচালনা করেন ম্যানহাটন বুরো যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান রাজা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জুবাইর, গীতা পাঠ করেন ম্যানহাটন বরো কমিটির সদস্য স্বপন বিশ্বাস। বঙ্গবন্ধুসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন হাফেজ বেলাল।
অনুষ্ঠানে এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার (বর্তমানে গোপালগঞ্জ জেলার) টুঙ্গিপাড়া গ্রামে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বাঙালীর কালো যুগসহ হাজার বছরের ইতিহাসে যেসব কৃতী পুরুষ বাঙালী জনগোষ্ঠীর স্বাধীনতার আকাংখাকে দুর্বার গতিতে সামনে টেনে নিয়ে মুক্তির দুয়ারে পৌঁছে দিয়েছিলেন তার মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অন্যতম। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, মানুষের প্রতি মমত্ববোধ আর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি হয়ে উঠেন বাংলার মানুষের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে আজ আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে আগামী দিনে তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশে গণমানুষের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।
তিনি বলেন, ১৯৭৫ সালে পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করে স্বাধীন দেশকে পাকিস্তানের করদরাজ্য করার যে পরিকল্পনা করছে। পরাজিরা এতে সফল হয়নি। আল্লাহর অশেষ কৃপায় বঙ্গবন্ধুর আদরের কন্যা ১৯৮১ সালে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করে ৪০ বৎসর পর আবার সকল ষড়যন্ত্র মোকাবেলা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি করাতে সক্ষম হয়েছেন। তারিকুল হায়দার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁঁরই আস্থাভাজন যুবসমাজের অহংকার বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর দীর্ঘায়ূ ও সুস্থতা এবং আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের জন্য আল্লাহর দরবারে কল্যাণ কামনা করেন।
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ষ্টেট যুবলীগ নেতা সেলিম মাহমুদ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম বাদল, স্বপন বিশ্বাস, ওবায়েদুল রহমান, পল্লব রায়, তুহিন তালুকদার,আব্দুর কাদির মিয়া, শিপন, কামাল, জাফর প্রমুখ।
ফ্লোরিডা যুবলীগের সম্মেলন ৩ এপ্রিল : প্রবাসে দলীয় কাজ শক্তিশালী এবং ভিশন ২০২১ বাস্তবায়নে তৃর্ণমূল পর্যায়ে যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন অঙ্গ রাজ্যে কমিটি করার ব্যাপক কর্মসূচী নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ। এ কর্মসূচীর আলোকে আগামী ৩ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। এরপর পর্যায়ক্রমে জর্জিয়া, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, মিশিগান, বোস্টন (নিউ ইংল্যান্ড) এবং নিউইয়র্ক ষ্ট্রেট কমিটি, নিউইয়র্ক সিটি কমিটি ও কুইন্স, ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলীন চারটি বরো কমিটির সম্মেলন চলতি বছরে অনুষ্ঠিত হবে বলে জানান যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ. কে. এম তারিকুল হায়দার চৌধুরী।