বিজ্ঞাপন :
ম্যাচাচুসেটসে ঈদ ফান আগামী ৩০ জুন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৫৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮
- / ১০৪৭ বার পঠিত
নিউইয়র্ক: দেশী বাংলা ইভেন্ট’র আয়োজনে ম্যাচাচুসেটসে অনুষ্ঠিত হচ্ছে ঈদ ফান। আগামী ৩০ জুন শনিবার বিকেল ৫ টা থেকে রাত ১১ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ম্যাচাচুসেটসের ম্যাকগলিন এলিমেন্টারী স্কুল মেডফোর্ড-এ। অনুষ্ঠানমালর মধ্যে থাকবে নৃত্য, ফ্যাশন শো, র্যাফল ড্র আর সঙ্গীত। এছাড়াও থাকবে রকামারী স্টল। সঙ্গীতানুষ্ঠানে নিউইয়র্ক ও বস্টনের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানে প্রবেশাধিকার ফ্রি। -প্রেস বিজ্ঞপ্তি।