মায়ামীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

- প্রকাশের সময় : ০১:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৪ বার পঠিত
হককথা ডেস্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামিতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রী, শিক্ষক এবং ফ্লোরিডাস্থ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ও অন্যান্যরা শহীদ মিনারের প্রতিকৃতিতে ফুল দেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও অন্যান্যরাও শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আরোও পড়ুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানেন না রিজওয়ান
কনসাল জেনারেল ইকবাল আহমেদ স্বাগত বক্তব্যে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন তিনি। এছাড়া মাতৃভাষা দিবসের মূল চেতনা, বিশেষ করে ভাষার বৈচিত্র সংরক্ষণের বিষয়টি পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে মহান শহীদ দিবস ও একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-এর ওপর নির্মিত দুইটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত ভিন্ন ভাষাভাষী ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষায় (রাশিয়ান, স্প্যানিশ, আরবি, কাজাখ ও টোঙ্গান) সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কনসাল জেনারেল তাদের হাতে মহান শহীদ দিবসের স্মারক তুলে দেন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘একতারা’র শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা