নিউইয়র্ক ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু : পাচারকারী গ্রেফতার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫৮ বার পঠিত

হককথা ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে প্রচণ্ড ঠান্ডায় সাত বাংলাদেশি মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ওই ব্যক্তিকে ইতালির সিসিলি থেকে গ্রেফতার করা হয় এবং তিনি মিশরের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গত ২৫ জানুয়ারি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসায় পৌঁছাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মারা যান। মর্মান্তিক এই ঘটনায় জড়িত মানবপাচার চক্রের হোতাদের সন্ধানে তদন্ত শুরু করে ইতালির পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) ৩৮ বছর বয়সি মিশরীয় নাগরিককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে সিসিলি দ্বীপের পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি লিবিয়া থেকে ১৬ মিটার দীর্ঘ একটি নৌকায় ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ইতালিতে পাচারের চেষ্টা করছিলেন। যেসব নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা যাত্রা করছিলেন সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আর সেই সময় সাগরের তাপমাত্রা ছিল শূণ্য ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে ‘অভিবাসীদের পাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার প্ররোচনার দায়ে’ তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানায় পুলিশ।
মূলত এই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতারে সক্ষম হয় ইতালির পুলিশ।
পুলিশ জানায়, এই ব্যক্তি এর আগে ২০১১ সালে একজন মানবপাচারকারী হিসাবে সিসিলির আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল।
প্রচণ্ড ঠান্ডা, প্রতিকূল আবহাওয়াসহ নানা ধরনের ঝুঁকি সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা বাড়ছেই। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৫৭০ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় কমপক্ষে ২২৯ জন মারা গেছে। -ডয়চে ভেলে
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু : পাচারকারী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

হককথা ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে প্রচণ্ড ঠান্ডায় সাত বাংলাদেশি মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ওই ব্যক্তিকে ইতালির সিসিলি থেকে গ্রেফতার করা হয় এবং তিনি মিশরের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গত ২৫ জানুয়ারি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসায় পৌঁছাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মারা যান। মর্মান্তিক এই ঘটনায় জড়িত মানবপাচার চক্রের হোতাদের সন্ধানে তদন্ত শুরু করে ইতালির পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) ৩৮ বছর বয়সি মিশরীয় নাগরিককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে সিসিলি দ্বীপের পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি লিবিয়া থেকে ১৬ মিটার দীর্ঘ একটি নৌকায় ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ইতালিতে পাচারের চেষ্টা করছিলেন। যেসব নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা যাত্রা করছিলেন সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আর সেই সময় সাগরের তাপমাত্রা ছিল শূণ্য ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে ‘অভিবাসীদের পাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার প্ররোচনার দায়ে’ তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানায় পুলিশ।
মূলত এই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতারে সক্ষম হয় ইতালির পুলিশ।
পুলিশ জানায়, এই ব্যক্তি এর আগে ২০১১ সালে একজন মানবপাচারকারী হিসাবে সিসিলির আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল।
প্রচণ্ড ঠান্ডা, প্রতিকূল আবহাওয়াসহ নানা ধরনের ঝুঁকি সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা বাড়ছেই। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৫৭০ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় কমপক্ষে ২২৯ জন মারা গেছে। -ডয়চে ভেলে
হককথা/এমউএ