নিউইয়র্ক ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভার্জিনিয়ায় ১৬তম নজরুল সম্মেলনের টাউন হল সভা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬
  • / ১২৪৮ বার পঠিত

ভার্জিনিয়া: ভার্জিনিয়ার আর্লিংটনস্থ ‘ঘরের খাবার’ রেস্টুরেন্টে ১৬তম উত্তর আমেরিকা নজরুল কনভেনশন-২০১৬ এর টাউন হল সভা অনুষ্ঠিত হয় ২০ মার্চ রোববার বেলা ৩টায়। নর্থ আমেরিকা নজরুল সম্মেলন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)-এর প্রাক্তন সভাপতি ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সভায় মুল বক্তা ছিলেন শতদলের সভাপতি এবং ১৬তম উত্তর আমেরিকা নজরুল কনভেনশন ২০১৬ এর আহ্বায়ক কবীর কিরণ। সভায় স্থানীয় কবি, সাহিত্যিক, সংগঠক, শিল্পী ও নজরুল অনুরাগীরা এই সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের সম্মেলনে স্বাগতিক সংগঠন হচ্ছে নিউজার্সির সাংষ্কৃতিক সংগঠন-শতদল।
সভায় চেয়ারম্যান ড. সুলতান আহমেদ তার বক্তব্যে উত্তর আমেরিকাতে নজরুল সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Nazrul Convention Metting_VA Pic-2আহ্বায়ক কবীর কিরন বলেন, আগামী ২০১৬ সালের মেমোরিয়াল ডে উইকেন্ডে ২৮-২৯ মে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউস্থ সুসান এন্থনী হাই স্কুল অডিটোরিয়ামে। ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান’- এই সেøাগানকে সামনে রেখে সম্মেলন আয়োজন করা হচ্ছে। তিনি বলেন সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের প্রখ্যাত নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন ফেরদৌস আরা, কবি নাতনী অনিন্দিতা কাজী, সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ এবং তার দল, অনুপ বড়ুয়া, প্রবাসের গুনী শিল্পী সামিয়া মাহবুব, শহীদ কবীর পলাশ, শবনম আবেদী, উলফাত পারভীন রোজী।
তিনি বলেন বিগত বছরগুলোর চেয়ে এবারের সম্মেলন হবে কিছুটা ভিন্ন ধারার। প্রতিবছর আমরা বাংলাদেশ থেকে নজরুল শিল্পী ও গবেষকদের নিয়ে আসি। এবার এর পাশাপাশি আমাদের প্রচেষ্টা থাকবে উত্তর আমেরিকার প্রতিথযশা নতুন প্রজন্মের নজরুল সঙ্গীত শিল্পীদের তুলে ধরা। এবারের সম্মেলনে প্রবাসের নজরুল গবেষকদের দ্বারা সেমিনার পরিচালনা করা হবে।
সম্মেলনের আহ্বায়ক জানান, সম্মেলনের অনুষ্ঠানিক স্বাগতিক সংগঠন ‘শতদল’ হলেও উত্তর আমেরিকার বৃহত্তর স্বার্থে কমুনিটির সকল মানুষের সাহায্য ও সহযোগিতা এবং তাদের অন্তর্ভূক্তিতে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। সম্মেলনের আহ্বায়ক স্ব স্ব ক্ষেত্র ও অবস্থান থেকে সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানান।
Nazrul Convention Metting_VA Pic-3সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকা’র রোকেয়া হায়দার ও আনিস আহমেদ, ধ্রুপদ-এর পক্ষ থেকে হিরণ চৌধুরী, শওকত খান দীপু, বাই-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বাগডিসি’র প্রাক্তন সভাপতি এবং ৩০তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোহম্মদ আলমগীর, বাই-এর সাবেক সাধারন সম্পাদক ড. গোলাম ফারুক, বিসিসিডিআই-এর সাবেক সভাপতি ইনাম হক, মেরিল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ড. সাদেক চৌধুরী প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাই’-এর সাবেক সভাপতি আনিস খান, ওয়াহেদ হোসেনী, বর্তমান সভাপতি ড. আনোয়ারুল করিম, সহ সভাপতি এবং নিউজ-বাংলার সম্পাদক সফি দেলোয়ার কাজল, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট জাহানারা আলী, ড. আজমত আলী, রেদওয়ান চৌধুরী, শিল্পী তাপস গোমেজ প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভার্জিনিয়ায় ১৬তম নজরুল সম্মেলনের টাউন হল সভা

প্রকাশের সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬

ভার্জিনিয়া: ভার্জিনিয়ার আর্লিংটনস্থ ‘ঘরের খাবার’ রেস্টুরেন্টে ১৬তম উত্তর আমেরিকা নজরুল কনভেনশন-২০১৬ এর টাউন হল সভা অনুষ্ঠিত হয় ২০ মার্চ রোববার বেলা ৩টায়। নর্থ আমেরিকা নজরুল সম্মেলন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)-এর প্রাক্তন সভাপতি ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সভায় মুল বক্তা ছিলেন শতদলের সভাপতি এবং ১৬তম উত্তর আমেরিকা নজরুল কনভেনশন ২০১৬ এর আহ্বায়ক কবীর কিরণ। সভায় স্থানীয় কবি, সাহিত্যিক, সংগঠক, শিল্পী ও নজরুল অনুরাগীরা এই সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের সম্মেলনে স্বাগতিক সংগঠন হচ্ছে নিউজার্সির সাংষ্কৃতিক সংগঠন-শতদল।
সভায় চেয়ারম্যান ড. সুলতান আহমেদ তার বক্তব্যে উত্তর আমেরিকাতে নজরুল সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Nazrul Convention Metting_VA Pic-2আহ্বায়ক কবীর কিরন বলেন, আগামী ২০১৬ সালের মেমোরিয়াল ডে উইকেন্ডে ২৮-২৯ মে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউস্থ সুসান এন্থনী হাই স্কুল অডিটোরিয়ামে। ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান’- এই সেøাগানকে সামনে রেখে সম্মেলন আয়োজন করা হচ্ছে। তিনি বলেন সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের প্রখ্যাত নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক এবং শিল্পীবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন ফেরদৌস আরা, কবি নাতনী অনিন্দিতা কাজী, সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ এবং তার দল, অনুপ বড়ুয়া, প্রবাসের গুনী শিল্পী সামিয়া মাহবুব, শহীদ কবীর পলাশ, শবনম আবেদী, উলফাত পারভীন রোজী।
তিনি বলেন বিগত বছরগুলোর চেয়ে এবারের সম্মেলন হবে কিছুটা ভিন্ন ধারার। প্রতিবছর আমরা বাংলাদেশ থেকে নজরুল শিল্পী ও গবেষকদের নিয়ে আসি। এবার এর পাশাপাশি আমাদের প্রচেষ্টা থাকবে উত্তর আমেরিকার প্রতিথযশা নতুন প্রজন্মের নজরুল সঙ্গীত শিল্পীদের তুলে ধরা। এবারের সম্মেলনে প্রবাসের নজরুল গবেষকদের দ্বারা সেমিনার পরিচালনা করা হবে।
সম্মেলনের আহ্বায়ক জানান, সম্মেলনের অনুষ্ঠানিক স্বাগতিক সংগঠন ‘শতদল’ হলেও উত্তর আমেরিকার বৃহত্তর স্বার্থে কমুনিটির সকল মানুষের সাহায্য ও সহযোগিতা এবং তাদের অন্তর্ভূক্তিতে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। সম্মেলনের আহ্বায়ক স্ব স্ব ক্ষেত্র ও অবস্থান থেকে সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানান।
Nazrul Convention Metting_VA Pic-3সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভয়েস অব আমেরিকা’র রোকেয়া হায়দার ও আনিস আহমেদ, ধ্রুপদ-এর পক্ষ থেকে হিরণ চৌধুরী, শওকত খান দীপু, বাই-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বাগডিসি’র প্রাক্তন সভাপতি এবং ৩০তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোহম্মদ আলমগীর, বাই-এর সাবেক সাধারন সম্পাদক ড. গোলাম ফারুক, বিসিসিডিআই-এর সাবেক সভাপতি ইনাম হক, মেরিল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ড. সাদেক চৌধুরী প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাই’-এর সাবেক সভাপতি আনিস খান, ওয়াহেদ হোসেনী, বর্তমান সভাপতি ড. আনোয়ারুল করিম, সহ সভাপতি এবং নিউজ-বাংলার সম্পাদক সফি দেলোয়ার কাজল, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট জাহানারা আলী, ড. আজমত আলী, রেদওয়ান চৌধুরী, শিল্পী তাপস গোমেজ প্রমুখ।