বিদায় ২০১৫ : কমিউনিটির আলোচিত ঘটনা
- প্রকাশের সময় : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
- / ১১১৪ বার পঠিত
নিউইয়র্ক: দিন, সপ্তাহ, মাস পেরিয়ে চলে যাচ্ছে আরো একটি বছর। বিদায় ২০১৫, স্বাগত ২০১৬। নানা ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটিও ইংরেজী ২০১৫ সাল ছিলো ঘটনাবহুল। এসব ঘটনার মধ্যে সিটি মেয়র বিল ডি ব্লাজিও প্রশাসনের দুই ঈদে পাবলিক স্কুলে ছুটি ঘোষনা, জ্যামাইকা মুসলিম সেন্টারে মেয়র ব্লাজিও’র আগমন, এফবিআইকে ঘুষ প্রদানের অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজারের কারাবরণ, যুক্তরাষ্ট্রের সীমান্ত পথে বাংলাদেশীদের আটক ও মুক্তি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির যোগ-বিয়োগ, প্রবাসে প্রথমবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চার শিল্পীকে নিয়ে ‘একাত্তুরের কন্ঠযোদ্ধা’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি আর ঐক্যবদ্ধ জেবিবিএ’র নির্বাচন ছিলো কমিউনিটির সবচেয়ে আলোচিত ঘটনা। নিম্মে গত বছর কমিউনিটিতে আলোচিত কিছু ঘটনা উল্লেখ করা হলো:
জানুয়ারী: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন।
* জাতিসংঘ ভবনের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভ।
* ইউএস ষ্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি’র পক্ষ থেকে ৪৮ পাতার স্মারকলিপি।
* বিএনপি’র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ৬ কংগ্রেসম্যানের নামে ভূয়া বিবৃতি প্রকাশ।
* কানাডায় বসবাসরত প্রফেসর এমেরিটাস ড. মিজান রহমান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ ড. মনসুর খান, বাংলা একাডেমীর পুরষ্কারপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আলী কবীর, বিশিষ্ট সমাজসেবী ফার্মাসিস্ট আবু কবীর, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সফিকুল আলম (অলস্টার), সঙ্গীত শিল্পী রাসেল ঠাকুর-এর ইন্তেকাল।
* চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটি। বিষ্ণু গোপ সভাপতি ও নিহার সাধারণ সম্পাদক মনোনীত।
* নিউইয়র্ক থেকে নিখোঁজ মিশিগান ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষার্থী লাবিব।
* বাংলাদেশী নাফিস-এর অস্কার পুরষ্কার লাভ।
* ইউএস কংগ্রেসের ৬ সদস্যের যুক্ত বিবৃতি প্রকাশের পর যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ডা. মুজিবুর রহমান মজুমদার ও এফ সর্দার সাদীকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টার পদ থেকে অব্যহতি।
* ভূয়া ট্যাক্স রিটার্ন-এর অভিযোগে বাংলাদেশী ব্যবসায়ী শৈবালের ১৫ মাসের জেল।
* বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ইন্তেকালে নিউইয়র্কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত।
* নিউইয়র্ক থেকে প্রকাশিত হককথা’র প্রতিষ্ঠা। হককথা বর্তমানে ওয়েব পোর্টাল পত্রিকা।
ফ্রেব্রুয়ারী: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সংখ্যা (৭৬ না ৯৬) নিয়ে দ্বন্দ্ব।
* কমিউনিটির পরিচিত মুখ ও ব্রুকলীনের ব্যবসায়ী বাংলাদেশী দুলাল হত্যার শিকার।
* জ্যামাইকার ভাড়া বাসা থেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট জসিম উদ্দিন খান মিঠুর মরদেহ উদ্ধার।
* কংগ্রেসওম্যান গ্রেস মেং কর্তৃক কংগ্রেসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিল উত্থাপন।
* ঢাকায় ব্লাগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ।
* ৩৪ দিন পর এয়ারপোর্টে মিশিগান ইউনির্ভার্সিটির বাংলাদেশী ছাত্র লাবিব-এর সন্ধান লাভ।
* নিউইয়র্কের রাজধানী আলবেনীতে ট্রাক চাপায় বাংলাদেশী শিশু নিহত।
* জর্জিয়ার আটলান্টায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষে বাংলাদেশী ছাত্রীর আকস্মিক মৃত্যু।
* নিউজার্নীতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ।
* ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বৈঠক।
* বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা চিয়াকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের চিঠি।
* হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভ।
মার্চ: নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল সমূহে সিটি মেয়র বিল ডি ব্লাজিও প্রশাসন কর্তৃক পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ছুটি ঘোষণা।
* অ্যাডভোকেসি গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক ষ্টেট ক্যাপিটাল হিলে বাংলাদেশ ডে পালন।
* ক্যালিফোর্নিয়ায় প্রেমিকার বাবা-বোন হত্যার দায়ে বাংলাদেশী মোর্তুজার মৃদত্যুদন্ড।
* এফবিআই কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজারের জেল।
* নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার ১৫৮ ষ্ট্রীটে তথাকথিত ডাকাতির ঘটনায় তোলপাড়।
* যুক্তরাষ্ট্র বিএনপির সাংবাদিক সম্মেলনে অভিযোগ : সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন।
* জাতিসংঘে বাংলাদেশ লাউঞ্চের উদ্বোধন।
* নিউইয়র্কের রাজধানী আলবেনীতে ষ্টেট সিনেটে বাংলাদেশ ডে পালন।
এপ্রিল: উৎসবমুখর পরিবেশ আর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ পালন।
* বাঙালী নাট্যকর্মীদের আন্তর্জাতিক নাট্য দিবস পালন।
* মামুন টিউটেরিয়ালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
* মাজেদা উদ্দিনের নিউইয়র্ক সিটির ভোটার এ্যাসিসট্যান্স এডভাইজার মনোনয়ন লাভ।
* ঢাকা সাভারের রানা প্লাজার ক্ষতিপূরণের দাবীতে ম্যানহাটানে বিক্ষোভ।
* ডেট্রয়টে দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ক্যাবী বাবুল মিয়ার মৃত্যু।
* লাসভেগাসে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী রুহানের মৃত্যু : আহত ৪ বাংলাদেশী।
* শিকাগোতে জিয়াউর রহমান ওয়ের উদ্বোধন।
* জ্যামাইকা মুসলিম সেন্টার সংলগ্ন ১৬৮ ষ্ট্রীট ওয়ান ওয়েকরণ।
মে: ঢাকা সভারের রানা প্লাজা ট্রাজেডী স্মরণে যুক্তরাস্ট্রে শ্রমিক বিক্ষোভ।
* খান টিউটেরিয়ালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
* নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার উদ্যোগে ফুটবল লীগের আয়োজন।
* মুক্তধারা’র উদৌাগে তিনদিনব্যাপী বইমেলা ও বাংলা উৎসবের আয়োজন।
* ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন।
* টিএলসি’র বিরুদ্ধে মামলা করে বাংলাদেশী ক্যাবী মুক্তাদির খানের জয়।
* টেক্সাসের একটি কারাগারে অবৈধভবে প্রবেশের অভিযোগে ৮১ বাংলাদেশী আটক।
* আমেরিকান-বাংলাদেশী প্রতিষ্ঠান পিপলস এন্ড টেক-এর ২ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা।
জুন: চট্টগ্রাম সমিতি ইউএসএ’র উদ্যোগে ব্রুকলীনে পথমেলা।
* বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এনামুল মালিক, কমিউনিটি নেতা রশীদ আহমেদ ও মাক্কু চৌধুরীর ইন্তেকাল।
* মুলধারার সিস্ফনী স্পেসে শিল্পী রেজাওয়ানা চৌধুরী বন্যার একক রবীন্দ্র সঙ্গীতের আসর।
* কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস’র জ্যামাইকা সেন্টার পরিদর্শন।
* খান টিউটোরিয়ারেল উদোগে প্রেসিডেন্ট বারাক ওবামা’র সাবেক উপদেষ্টা ড. নীনা আহমেকে সংবর্ধনা।
* জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ।
* টেক্সাস জেলে আটক বাংলাদেশীদের খোলা চিঠি। তাদের মুক্ত করতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সোসাইটির উদ্যোগ।
* ওয়াশিংটনে হোয়াইট হাউজে আয়োজিত প্রেসিডেন্ট বারাক ওবামা’র ইফতার পার্টিদে দুই বাংলাদেশীর যোগদান।
* বাংলাদেশী শিক্ষাকা আবেদা খানমের মুলধারার অ্যাওয়ার্ড লাভ।
জুলাই: শিকাগোত প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ওয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় আওয়ামী লীগের পরাজয়।
* যুক্তরাষ্ট্র কোর্টের ঐতিহাসিক রায় : বিএনপি সন্ত্রাসী সংগঠন নয়।
* মিডিয়াকে এড়িয়ে গোপনে কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে সংবর্ধনা প্রদান।
* কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু শাকুরের পার্কচেষ্টার কন্ডোর প্রেসিডেন্ট নির্বাচিত।
আগষ্ট: একুশে পদক প্রাপ্ত প্রবাসী কবি শহীদ কাদরীর জন্মদিন পালন।
* নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রিংগারের জ্যাকন হাইটস পরিদর্শ ও সাংবাদিক সম্মেলন।
* জ্বীন আসর করে মনে করে ২১ দিনের শিশুকে চার তলা থেকে বাংলাদেশী মা রাশিদা চৌধুরী ফেলে দেন। পরাবর্তীতে রাশিদার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা।
* চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নিউইয়র্ক আগমন।
* জালিয়াতি ও প্রতারণায় নিউইয়র্কে বাংলাদেশী দম্পতির জেল-জরিমানা।
* কমিউনিটির পরিচিত মুখ এলিম রহমান ও অভিনেত্রী রুমানার বিয়ে।
* জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে ওয়াশিংটনে বাঙরাদেশ দূতাবাসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারি।
* নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্টে বাংলাদেশীসহ ৭ ট্যাক্সি ডিসপ্যাচার গ্রেফতার।
* এটর্নী প্যারী ডি সিলভারের কৃতিত্ব। ভুল চিকিৎসার কারণে বাংলাদেশী শিশু ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাভ।
* বাংলাদেশী ক্যাবী সাজ্জাদের অকাল মৃত্যু।
সেপ্টেম্বর: নিউইয়র্কের জ্যামাইকায় ২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত।
* ম্যানহাটানে এনএবিসি সম্মেলন অনুষ্ঠিত।
* জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান।
* কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদান।
* যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সম্বর্ধনা প্রদান।
নিউইয়র্কের ওজনপার্কের বাংলাদেশীদের পরিচালিত একটি মসজিদে এক কিশোরীর ওপর যৌন হামলা। এক বাংলাদেশী গ্রেফতার।
* ঐক্যবদ্ধ হলো জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)।
* সিলেটকে সিস্টার সিটি করতে নিউজার্সীর পেটারসন সিটির মেয়রের প্রস্তাব।
* বাংলাদেশী মৌমিতা ‘মিস কন্টিন্টোল’ নির্বাচিত।
* সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলায় এফবিআই কর্মকর্তার ৫ বছরের জেল।
* জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিষিদ্ধ দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র ব্যানারে বিক্ষোভ-সমাবেশ।
* নিউইয়র্ক সিটির আইন মেনে চলায় ২০ বাংলাদেশীসহ ২৫৬ ক্যাবীর পুরষ্কার লাভ।
অক্টোবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরষ্কার লাভ।
* জাতিসংঘে ভাষণ প্রদানের সময় জাতিসংঘ ভবনের সমানে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ, অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ সমাবেশ।
* জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের বিদায়।
* জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে মাসুম বিন মোমেনের নাম চুড়ান্ত।
* নিউইয়র্ক পুলিশ বিভাগে ১২০ বাংলাদেশী পুলিশ কর্মকর্তার সংবর্ধনা।
* টেক্সাস কারাগারে ৪৪ বাংলাদেশীর অনশন। মুক্তির শর্তে অনশন ভঙ্গ।
* ফ্লোরিডায় গুলিতে মুক্তিযোদ্ধা মোশতাক নিহত।
* প্রবাসী বার্তা ডট কম-এর উদ্বোধন।
* প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটির সাবেক-বর্তমান কর্মকর্তাদের মিলনমেলা।
* নিউইয়র্কের ব্রুকলীনে স্বামী কর্তৃক নিজ বাসার গ্যারেজ থেকে গাড়ী বের করার সময় ধাক্কায় স্ত্রী আমেনা বাতেন নূপূর নিহত।
* ডিটেনশন সেন্টার থেকে তিন বাংলাদেশী মুক্ত।
নভেম্বর: মুক্তিযোদ্ধা ড. নূরান্নবীসহ তিন বাংলাদেশীর বিভিন্ন টাউনশীপে কাউন্সিলম্যান নির্বাচিত ও পুননির্বাচিত।
* বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রব চৌধুরী লাইবরের পরিচালক পুননির্বাচিত।
* জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এ মেয়র ব্লাজিওর টাউন হল মিটিং।
* জাতিসংঘে বাংলাদেশের বিদায়ী স্থানীয় প্রতিনিধি ড. মোমেনের দেশে গমন ও নবাগত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনেরে যোগদান।
* মাফ মিসবাউদ্দিন পঞ্চমবারের মতো ডিসি ৩৮-এর ট্রেজারার নির্বাচিত।
* মিশিগানে বাংলা টাউনের উদ্বোধন।
* ১৯ বছর পর বাংলাদেশে যাবার প্রাক্কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা রফিকুল আমের ইন্তেকাল।
* চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ট্রাষ্টিবোর্ডের সাবেক সভাপতির মামলা।
* ৩৮ বছর পর ড. আব্দুল মোমেনের স্থায়ীভাবে দেশে গমন।
* জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের দায়িত্ব গ্রহণ।
* বউ পিটিয়ে বাংলাদেশে পালিয়ে গেলেন বাংলাদেশ স্থায়ী মিশনের এক কর্মকর্তা।
* মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের ইন্তেকাল।
* কিংবদন্তী ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে সম্বর্ধিত করলো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা।
ডিসেম্বর: মেয়র ব্লাজিওর জ্যামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন।
* বিশিষ্ট কলামিস্ট ড. রনজিৎ দত্ত’র পরলোকগমন।
* নিউইয়র্কস্থ পাকিস্তান কনস্যুলেটের সামনে প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদ-বিক্ষোভ।
* বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেনের উদ্যোগে প্রবাসে প্রথমবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চার শিল্পীকে নিয়ে ‘একাত্তুরের কন্ঠযোদ্ধা’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।
* হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী ব্যবসায়ী সরকার ও হাসান।
* নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ আরো তিন মাস বৃদ্ধি।
* সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিনানুমতিতে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রমহান সাজ্জাদের আহ্বানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা।
* সভাপতি ড. সিদ্দিকুর রহমানের আহ্বানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক সাজ্জাদসহ ৭/৮ নেতাকে প্রবেশাধিকারে বাধা।
* কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাসপেন্ড। আরো ৮ নেতাকে শোকজ নোটিশ প্রদান।
* আওয়ামী নবীন লীগ বিলুপ্ত ঘোষণা।
* ড. নীনা আহমেদ ফিলাডেলফিয়ায় ডেপুটি মেয়র মনোনীত।
* যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশের সভায় কেনদ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষযক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে যুক্তরাষ্ট্র বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা।
* ঐক্যবদ্ধ জেবিবিএ’র নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনে ‘জিকো-তারেক’ সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত।
গ্রন্থনা: লিটন রহমান