নিউইয়র্ক ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো কানাডা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • / ৮২৪ বার পঠিত

নিউইয়র্ক: আমেরিকায় বাংলাদেশী পরিচালিত একমাত্র ভ্রমণ প্রতিষ্ঠান বাংলা ট্যুরের উদ্যোগে একটি ট্যুর গ্রুপ গত ২০ জুলাই ৩ দিনের সফরে ঘুরে এলো নায়াগ্রা ফলস-কানাডা ও থাউজ্যান্ড আইল্যান্ড। ২০ জুলাই সোমবার সকাল ৮টায় ভ্রমণার্থীদের নিয়ে বাসটি কানাডার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়ে যায়।
প্রথমে ট্যুর বাসটির গন্তব্য ছিলো যুক্তরাষ্ট্রের ১০টি প্রাকৃতিক আকর্ষণের অন্যতম ওয়াকিনস গ্লেনস স্টেট পার্ক। যাকে প্রকৃতির আর্ট গ্যালারি বলা হয়। সেন্ট্রাল নিউইয়র্ক স্টেটের সেনেকা লেকের পশ্চিম তীরে দেড় মাইল লম্বা গিরিখাতটি সৃষ্টি হয় ১২ হাজার বছর আগেও বরফ যুগে।
বাংলা ট্যুর গ্রুপের সদস্যরা ইন্ডিয়ান ট্রেইল ধরে ওক ও পাইন বনের ভিতর দিয়ে পায়ে হেটে রেইনবো জলপ্রপাতের শোভা উপভোগ করেন। পরে তারা কানাডা বর্ডার অতিক্রম করে নায়াগ্রা সিটিতে রাত্রি যাপন করেন।
পরদিন তারা নায়াগ্রা ফলস, মেইড অব দি মিষ্ট জাহাজে চড়ে নায়াগ্রার তলদেশ পরিদর্শন এবং সী লেভেল থেকে ৭৫৫ ফুট উপরে স্কাইলন টাওয়ারে উঠে আমেরিকা ও কানাডা উভয় পাশের জলপ্রপাতের দৃশ্য অবলোকন ও রিভলভিং রেষ্টুরেন্টে খাওয়া দাওয়া করেন।
ভ্রমণ গ্রুপের পরবর্তী গন্তব্য ছিলো অন্টারিও রাজ্যের রাজধানী টরন্টো। সেখানে তারা সিএন টাওয়ার পরিদর্শণ শেষে লেক অন্টারিওতে ঘন্টাব্যাপি নৌবিহারে অংশ নিয়ে নৌপথে টরন্টো নগরীর শোভা উপভোগ করেন।
টরন্টোতে রাত্রি যাপন করে ভ্রমণ গ্রুপটি পরদিন সেন্ট লরেন্স নদীতে জাহাজ যোগে ১৮৮৮টি দ্বীপ পরিদর্শন করে নিউইয়র্কে ফিরে আসেন।
ভ্রমণ গ্রুপে ছিলেন সজীব নাথ, মনি দেবী, ঔশি দেবী, শশি দেবী, মোঃ ইউনুস, সেলিম চৌধুরী, রুহানা খানম চৌধুরী, আশিষ আহমদ চৌধুরী, ফাহমিদা রশীদ চৌধুরী, সাঈদ আহমদ, রেহানা পারভিন ও সাঈদ জেইন।
ট্যুর গ্রুপটির দ্বায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিবুর রহমান। উল্লেখ্য বাংলা ট্যুর আমেরিকা ও কানাডা সাইড নায়াগ্রা ছাড়াও ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা ডিজনী ওয়ার্ল্ড, হলিউড, লসএঞ্জেলেস, লাস ভেগাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্যুর পরিচালনা করে। আগ্রহীরা ৩৪৭-২৮০-৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো কানাডা

প্রকাশের সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: আমেরিকায় বাংলাদেশী পরিচালিত একমাত্র ভ্রমণ প্রতিষ্ঠান বাংলা ট্যুরের উদ্যোগে একটি ট্যুর গ্রুপ গত ২০ জুলাই ৩ দিনের সফরে ঘুরে এলো নায়াগ্রা ফলস-কানাডা ও থাউজ্যান্ড আইল্যান্ড। ২০ জুলাই সোমবার সকাল ৮টায় ভ্রমণার্থীদের নিয়ে বাসটি কানাডার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়ে যায়।
প্রথমে ট্যুর বাসটির গন্তব্য ছিলো যুক্তরাষ্ট্রের ১০টি প্রাকৃতিক আকর্ষণের অন্যতম ওয়াকিনস গ্লেনস স্টেট পার্ক। যাকে প্রকৃতির আর্ট গ্যালারি বলা হয়। সেন্ট্রাল নিউইয়র্ক স্টেটের সেনেকা লেকের পশ্চিম তীরে দেড় মাইল লম্বা গিরিখাতটি সৃষ্টি হয় ১২ হাজার বছর আগেও বরফ যুগে।
বাংলা ট্যুর গ্রুপের সদস্যরা ইন্ডিয়ান ট্রেইল ধরে ওক ও পাইন বনের ভিতর দিয়ে পায়ে হেটে রেইনবো জলপ্রপাতের শোভা উপভোগ করেন। পরে তারা কানাডা বর্ডার অতিক্রম করে নায়াগ্রা সিটিতে রাত্রি যাপন করেন।
পরদিন তারা নায়াগ্রা ফলস, মেইড অব দি মিষ্ট জাহাজে চড়ে নায়াগ্রার তলদেশ পরিদর্শন এবং সী লেভেল থেকে ৭৫৫ ফুট উপরে স্কাইলন টাওয়ারে উঠে আমেরিকা ও কানাডা উভয় পাশের জলপ্রপাতের দৃশ্য অবলোকন ও রিভলভিং রেষ্টুরেন্টে খাওয়া দাওয়া করেন।
ভ্রমণ গ্রুপের পরবর্তী গন্তব্য ছিলো অন্টারিও রাজ্যের রাজধানী টরন্টো। সেখানে তারা সিএন টাওয়ার পরিদর্শণ শেষে লেক অন্টারিওতে ঘন্টাব্যাপি নৌবিহারে অংশ নিয়ে নৌপথে টরন্টো নগরীর শোভা উপভোগ করেন।
টরন্টোতে রাত্রি যাপন করে ভ্রমণ গ্রুপটি পরদিন সেন্ট লরেন্স নদীতে জাহাজ যোগে ১৮৮৮টি দ্বীপ পরিদর্শন করে নিউইয়র্কে ফিরে আসেন।
ভ্রমণ গ্রুপে ছিলেন সজীব নাথ, মনি দেবী, ঔশি দেবী, শশি দেবী, মোঃ ইউনুস, সেলিম চৌধুরী, রুহানা খানম চৌধুরী, আশিষ আহমদ চৌধুরী, ফাহমিদা রশীদ চৌধুরী, সাঈদ আহমদ, রেহানা পারভিন ও সাঈদ জেইন।
ট্যুর গ্রুপটির দ্বায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিবুর রহমান। উল্লেখ্য বাংলা ট্যুর আমেরিকা ও কানাডা সাইড নায়াগ্রা ছাড়াও ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা ডিজনী ওয়ার্ল্ড, হলিউড, লসএঞ্জেলেস, লাস ভেগাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্যুর পরিচালনা করে। আগ্রহীরা ৩৪৭-২৮০-৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।