বিজ্ঞাপন :
বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ : বাইডেন

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ৪৫ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ তার কাছে পৌঁছে দিয়েছেন।
এসময় বাইডেন বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।
সাক্ষাতের পরে এক টুইট বার্তায় শহীদুল ইসলাম জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত। আলাপকালে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।
তিনি আরো বলেন, ঢাকা সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানিয়েছি।
হককথা/এমউএ
Tag :