ফ্লোরিডা ষ্ট্রেট আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়
- প্রকাশের সময় : ০২:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫
- / ৭৫৫ বার পঠিত
ফ্লোরিডা: ফ্লোরিডা ষ্ট্রেট আওয়ামী যুবলীগের উদ্যেগে আয়োজিত কর্মীসমাবেশ গত ২৬ জুলাই ফ্লোরিডার মায়ামীর স্থানীয় রেষ্ট্ররেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি সঞ্জয় কুমার সাহা। উক্ত সভায় সভা পরিচালনা করেন ফ্লোরিডা যুবলীগের সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম খান। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানী সিনিয়র সহসভাপতি এম ফজলুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সভাপতি ফমজবাহ আহম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০-২১ বাস্তবায়ন করার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে কারন যুবসমাজই সমস্ত আন্দোলনের মূলশক্তি। প্রধান বক্তা মেজবাহ আহম্মেদ বলেন, জননেত্রীর দুঃসময়ের পরিক্ষীত যুবলীগের কর্মীরাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতেও অতীতের মত কাজ করে যাবে। কোন অপশক্তি যুক্তরাষ্ট্র যুবলীগকে প্রতিহত করতে পারবে না।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্লোরিডা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব খান সহ সভাপতি আলহাজ শাহীন মাহমুদ, কুদরত ই র্খুদা, নাফিজ জুয়েল, হারুন সরকার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালমা রহমান মিনু, যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দিদারুল আলম, ফারুক আহম্মেদ, মহিলা সম্পাদিকা রুবি আওলাদ। যুক্তরাষ্ট্র যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ ছাদিকুর রহমান (সাদিক), নিউইয়র্ক ষ্ট্রেট যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া। উক্ত সভায় টেলিকনফারেন্স বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন। আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা ষ্টেট যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আকতারউজ্জামান (পলাশ), রেজাউল করিম চৌধুরী, মশিউর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী আক্কাস, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ মজুমদার, দপ্তর সম্পাদক জাকি ওমর আনোয়ার, অর্থসম্পাদক মানিক চন্দ্র দাস, ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুব্রত সরকার, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোঃ আফজাল হোসেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের রূপকার জনাব সজীব ওয়াজেদ জয়ের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, কেক কাটা হয় এবং সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী এবং টিবি শিল্পী বিউটি দাস।