ফ্লোরিডায় দু’দিনব্যাপী দেশী উইন্টার ফেস্টিভাল : প্রথম দিনে ক্ষুদে শিল্পীেদর পারফরমেন্স আলোড়িত দর্শক-শ্রোতা
- প্রকাশের সময় : ০৬:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ১১১৯ বার পঠিত
এস এম সোলায়মান, ফ্লোরিডা থেকেঃ ফ্লোরিডায় শুরু হয়েছে ২ দিন ব্যাপী দেশী উইন্টার ফেস্টিভাল। ফ্লোরিডা ঢাকা ক্লাব ও বাংলাদেশ অ্যাম্বাসীর যৌথ আয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের সর্ববৃহত শীতকালীন উৎসব দেশী উইন্টার ফেস্টিভালে অংশ নিয়েছেন ভারত বাংলাদেশ, নিউইয়র্ক ও ফ্লোরিডার জনপ্রিয় শিল্পীরা। ২৭ জানুয়ারী শনিবার বিকেলে ফ্লোরিডার বায়ন্টন টাইগার থিয়েটারে শুরু হয়েছে ২ দিনের এই বন্যার্ঢ্য আয়োজন। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে উদ্ভোধন করা হয়েছে দেশী উইন্টার ফেস্টিভাল। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক ঢাকা ক্লাব ও বাংলাদেশ এম্বেসীর কর্মকর্তাগণ। আবহমান বাংলার দেশীয় ঐতিহ্য নিয়ে স্থানীয় ক্ষুদে শিল্পিদের পারফরমেন্স আলোড়িত করে দর্শকদের। দলমত ভুলে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা হয়ে উঠেছে ফ্লোরিডা দেশী উইন্টার ফেস্টিভাল। ফেস্টিভালে পাসফোর্ট নবায়নসহ দেশের নাগরিকদের ভ্রাম্যমান সেবা দিয়েছে বাংলাদেশ কন্সুলেট অফিসের কর্মকর্তারা।
উইন্টার ফেস্টিভালের প্রথম দিনে গান পরিবেশন করেছেন দিনাত জাহান মুন্নি, কৃষনা তিথি, টুটুল, ইমরাল্ড খাঁ, সহ স্থানীয় শারমিন সোনিয়ার সঞ্চালনায় প্রানবন্ত এই অনুষ্ঠানে স্থানীয় খুদে শিল্পিরা নাচ ও গান পরিবেশন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে ফ্লোরিডার পাম বিচ সিটি মেয়র কাউন্সিলম্যানসহ ইলেকটেড অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনএবিসি’র চেয়ারম্যান দিনাজ খান, ফ্লোরিডা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন, মেট্রোপলিটন আওয়ামী লীগের আহবায়ক কামাল আহমেদ, ঢাকা ক্লাবের উপদেষ্ঠা রানা খাঁন উপস্থিত ছিলেন। ফেস্টিভাল উপলক্ষে দেশীয় থ্রিপিচ শাড়ী কাপড়, প্রসাধনী, জুয়েলারী ও বাংলার ঐতিহ্যবাহী নানা রকম খাবারের স্টল বসেছে। উল্লেখ্য, ফ্লোরিডা ঢাকা ক্লাবের উদ্যেগে ৭ বছর ধরে এই ফেস্টিভাল অনুষ্ঠিত আসছে। নতুন প্রজন্ম কে বাংলার ইতিহাস ও ঐতিহ্য শিক্ষা দিতেই প্রতিবছর শীতকালিন এই উৎসবের আয়োজন করে আসছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।