বিজ্ঞাপন :
প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান রাষ্ট্রপতি আব্দুল হামিদের
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
- / ৭৬৭ বার পঠিত
ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র সভাপতি এইচ এম ইকবালের নেতৃত্বে ৮-সদস্যের একটি প্রতিনিধিদল ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, কানাডায় বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।