নিউইয়র্ক ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে কনস্যুলেটে হামলার ঘটনায় একাধিক বাংলাদেশীকে গ্রেফতার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৪ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে অবস্থানকালে বাংলাদেশ কনস্যুলেটে তার সভাকে কেন্দ্র করে কনস্যুলেটে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের একাধিক মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের সংশ্লিস্ট বিভাগ কনস্যুলেটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতারের কথা বলেছে। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করেনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গত ২৪ আগষ্ট, রোববার বিকেল ৭টায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও স¤প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বলেও জানানো হয়। পূর্ব ঘোষিত এই খবরে সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা এদিন বিকেলে কনস্যুলেটের সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সরকার বিরোধী নানা শ্লোগান দেন। ঘটনার এক পর্যায়ে তারা কনস্যুলেটের দরজায় এবং সেখানে উপস্থিত সরকার সমর্থক ব্যক্তিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় কনস্যুলেটের প্রধান ফটকের দরজার কাচ ফেটে যায়। উদ্ভুত পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখিত ঘটনায় কনস্যুলেটের পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নিউইয়র্ক সিটির পুলিশ ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করে বলে কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে কনস্যুলেটে হামলার ঘটনায় একাধিক বাংলাদেশীকে গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক (ইউএনএ): সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে অবস্থানকালে বাংলাদেশ কনস্যুলেটে তার সভাকে কেন্দ্র করে কনস্যুলেটে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের একাধিক মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের সংশ্লিস্ট বিভাগ কনস্যুলেটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতারের কথা বলেছে। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করেনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গত ২৪ আগষ্ট, রোববার বিকেল ৭টায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও স¤প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বলেও জানানো হয়। পূর্ব ঘোষিত এই খবরে সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা এদিন বিকেলে কনস্যুলেটের সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সরকার বিরোধী নানা শ্লোগান দেন। ঘটনার এক পর্যায়ে তারা কনস্যুলেটের দরজায় এবং সেখানে উপস্থিত সরকার সমর্থক ব্যক্তিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় কনস্যুলেটের প্রধান ফটকের দরজার কাচ ফেটে যায়। উদ্ভুত পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখিত ঘটনায় কনস্যুলেটের পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নিউইয়র্ক সিটির পুলিশ ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করে বলে কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান।