ডব্লিউইউএসটির কনভোকেশন ১৮ জুন শনিবার

- প্রকাশের সময় : ১২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ৫৮ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটির গ্রাজুয়েশন কনভোকেশন-২০২২ আগামী ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে যোগ দিচ্ছেন ক্যান্সার চিকিৎসায় সাফল্য অর্জনকারী অন্যতম চিকিৎসা-গবেষক টেভোজেন বায়ো’র প্রেসিডেন্ট ও সিইও বাংলাদেশী আমেরিকান ড. রায়ান সাদি। প্রধান অতিথি হিসেবে থাকবেন ভার্জিনিয়ার ফ্যায়ারফ্যাক্স কাউন্টির বোর্ড অব সুপারভাইজর এর চেয়ারম্যান জেফরি সি. ম্যাককে।
সূচনা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও সিইও বাংলাদেশী-আমেরিকান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক শিক্ষার্থীদের ডিগ্রি ঘোষণা করবেন। কর্মসূচির মাস্টার অব সেরেমনি হিসেবে সকলকে স্বাগত জানাবেন ও কনভোকেশন পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস’র পরিচালক ড. মার্ক এল রবিনসন। সঞ্চালনায় থাকবেন ডব্লিউপিএলজি’র সিনিয়র প্রডিউসার ও করেসপন্ডেন্ট ড. আনিভা জামান।
যুক্তরাষ্ট্রে স্বীয়ক্ষেত্রে সফল এবং বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বলকারী বাংলাদেশী আমেরিকানদের আরও অনেকেই বিশ্ববিদ্যালয়ের এই কনভোকেশনে আসছেন অভ্যাগত অতিথি হয়ে। তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ অন্যান্য পেশায় রয়েছেন এমন অনেকেই এতে অংশ নেবেন।
উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আইটির পরিচালক প্রফেসর অ্যাপোটোলস এলিওপোলোস, সিএফও ফারহানা হানিপ, ভাইস প্রেসিডেন্ট ড. জাফর পিরিম ও ড. শ্যান চো। এই গ্রাজুয়েশনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটির থেকে পাবেন সম্মাননা স্মারক ও সনদপত্র। শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেবেন এই গ্রাজুয়েশন কনভোকেশনে।
ভার্জিনিয়ার টাইসন্সে জর্জ সি. মার্শাল হাইস্কুল মিলনায়তনে আয়োজন করা হচ্ছে এই গ্রাজুয়েশন কনভোকেশন। যা ওই দিন দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরই মধ্যে কনভোকেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন কর্মজগতে প্রবেশের অপেক্ষায় এমন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে এই কর্মসূচি নিয়ে উচ্ছাস ও উদ্দীপনা। তারা এরই মধ্যে তাদের কনভোকেশন গাউন সংগ্রহ করেছেন। এছাড়াও প্রস্তুতি পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে।
কর্মসূচি সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, একজন শিক্ষার্থীর জন্য তার গ্রাজুয়েশন সেলিব্রেশন ও স্বীকৃতির জন্য কনভোকেশন একটি অন্যতম দিন। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিনটিকে শিক্ষার্থীদের কাছে স্মরণীয় করে রাখতে চায়। তিনি বলেন, প্রখ্যাত চিকিৎসা-গবেষক বাংলাদেশি রায়ান সাদীকে আমরা এই কনভোকেশনে কি-নোট স্পিকার হিসেবে পাচ্ছি। আশা করি তার বক্তৃতা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় ও ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেন, কোভিড-১৯ প্যানডেমিকের কারণে গত কয়েক বছর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন আয়োজন করা সম্ভব হয়নি। কয়েক বছরের গ্রাজুয়েটরা এবছর একসঙ্গে তাদের সনদ নিতে পারবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশা করি এবছরের গ্রাজুয়েশন শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের তাদের পরিবার পরিজন নিয়ে যথা সময়ে গ্রাজুয়েশন কনভোকেশন উপস্থিত থাকার আহ্বান জানান ড. হাসান কারাবার্ক।
সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়টির নাম আইগেøাবাল ইউনিভার্সিটি থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা হয়েছে। গ্রাজুয়েটেডরা সকলেই ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তাদের সনদপত্র পাবেন।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জি. আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশী আমেরিকানের হাতে পরিচালিত প্রথম কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ- বিবিএ কোর্সে বর্তমানে ৫ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। বিশ্বের ১২১ দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে হয় সনদপ্রাপ্ত হয়েছেন নয়তো বর্তমানে অধ্যয়নরত রয়েছেন।