কানাডায় ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইকমিশনের শোক
- প্রকাশের সময় : ০২:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৫ বার পঠিত
হককথা ডেস্ক : কানাডার টরন্টোতে বাংলাদেশী তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনাও করেছে হাইকমিশন। শনিবার (১৮ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশী শিক্ষাথীরা দুর্ঘটনার কবলে পড়ার পর পরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে দ্রুত বিষয়টি জানানো হয়। গুরুতর আহত শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বলা হয় বিবৃতিতে।
হাইকমিশন আরও জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের লাশ পরিবারের কাছে দ্রুত হস্তান্তরের জন্য বাংলাদেশ এয়ারলাইনন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারী তাদের লাশ বাংলাদেশে পাঠানো হবে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারী সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই বাংলাদেশী। এদের মধ্যে শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত নামে তিনজন নিহত হন। অপরজন নিবিড় কুমার গুরুতর আহতাবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।