নিউইয়র্ক ০২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়াশিংটনে পিঠা উৎসবে রাবিয়ানদের মিলনমেলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / ৬০ বার পঠিত

‘মনের আবেগে ভাসায় ভেলা; মিলবে হেথায়, মিলন মেলায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন ডিসির প্রবাসীদের পিঠা উৎস ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) সাবেক রাবিয়ানদের এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্লাব ভর্জিনিয়ায় মাগরিবের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইমামতি করেন, রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ মঞ্জুরুল আলম। পিঠা উৎসব শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওয়াশিংটন ডিসি রাবি এলামনাই প্রতিষ্ঠাতা এস এম জাহিদুর রহমানের কন্যা জাফরা ফারিয়াল রহমান।

এরপর শুরু হয় শিক্ষক এবং এলামনাই সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। প্রথম পর্বে শিক্ষকদের পরিচয় করে দেন জাহিদুর রহমান। দ্বিতীয় পর্বে এলামনাইদের পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম।

পরিচয় পর্ব শেষে ওয়াশিংটন ডিসি রাবি এলামনাই প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন- এস এম জাহিদুর রহমান। পথচলার শুরুতে যারা ছিল- তাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন- ফাতিমা সিদ্দিক, মুহাম্মদ মঞ্জুরুল আলম, জেসমিন কবির, কামরুল আনোয়ার(মামুন),মোঃজাহিদুর রহমান, কাজি ওয়াহিদুজ্জামান স্বপন।

পরে সমন্বিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করেন- অসীম রানা ও ইয়াসমিন আরা রুপালির নেতৃত্বে লামিয়া আহমেদ, জলি জ্জামান,অপ্সরা নুরাইবা হান্নান,অপ্সরা,অবন্তি, হ্রদি সহ এলামনাই সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেসমিন কবির , আজিজুর রহমান, মুহাম্মদ মঞ্জুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন- রাবি এলামনাই এর উপদেষ্টা – রাবির সাবেক রেজিস্টার ড. মোহাম্মদ এন্তাজুল হক, ড. আশরাফ, ড. মুশফিকুর রশিদ এবং ইঞ্জিনিয়ার ড. নজরুল ইসলাম প্রমুখ। ক্যাম্পাসের শিক্ষক, প্রাক্তন বন্ধু, বড় ভাই-বোন সকলে মিলে এক চিলতি স্মৃতি ধরে রাখতেও ব্যস্ত হয়ে উঠেন পিঠা উৎসবে। স্মতিময় মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করেন মোজাম্মেল হোসাইন (ঝিলু), মোহাম্মদ মাহবুবুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল ইসলাম এবং সাংবাদিক এস এম জাহিদুর রহমান।

পিঠা উৎসবে কাজী ওয়াহিদুজ্জামান স্বপনের জাতীয় কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। গান পরিবেশনা করেন ইয়াসমিন আরা রুপালি ও ওয়াশিংটন ডিসির জনপ্রিয় শিল্পী অসিম রানা। পরে শিল্পী অসিম রানাকে রাবি এলামনাই এর পক্ষ থেকে পিঠা উৎসবের মাগ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনায় করেন কাজী ওহিদুজ্জামান স্বপন। পিঠা উৎসবে প্রায় শতাধিক সাবেক রাবিয়ানরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব সফল করতে যারা কাজ করেছেন তারা হলেন- জেসমিন কবির, আজিমা আজমল, লামিয়া আহমেদ, ড. ফরিদা ইয়াসমিন, মুহাম্মদ মঞ্জুরুল আলম , আইভি হাসান, আজিজুর রহমান মৃধা (আজিজ), নজরুল ইসলাম, কামরুল আনয়ার (মামুন), দেওয়ান মনিরুল হক হিমু, কাজী ওয়াহিদুজ্জামান স্বপন, মো: জাহিদ মোতালিব (শুভ), ড. আব্দুল হাই সিদ্দিক (সুমন) ও এস এম জাহিদুর রহমান।

উল্লেখ্য ওয়াশিংটনে রাবি এলামনাই ২৩ শে অক্টোবর ২০২১ সালে পিকনিকের মাধ্যমে প্রবাসের বুকে পথচলা শুরু করে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়াশিংটনে পিঠা উৎসবে রাবিয়ানদের মিলনমেলা

প্রকাশের সময় : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

‘মনের আবেগে ভাসায় ভেলা; মিলবে হেথায়, মিলন মেলায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন ডিসির প্রবাসীদের পিঠা উৎস ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) সাবেক রাবিয়ানদের এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্লাব ভর্জিনিয়ায় মাগরিবের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইমামতি করেন, রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ মঞ্জুরুল আলম। পিঠা উৎসব শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওয়াশিংটন ডিসি রাবি এলামনাই প্রতিষ্ঠাতা এস এম জাহিদুর রহমানের কন্যা জাফরা ফারিয়াল রহমান।

এরপর শুরু হয় শিক্ষক এবং এলামনাই সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। প্রথম পর্বে শিক্ষকদের পরিচয় করে দেন জাহিদুর রহমান। দ্বিতীয় পর্বে এলামনাইদের পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম।

পরিচয় পর্ব শেষে ওয়াশিংটন ডিসি রাবি এলামনাই প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন- এস এম জাহিদুর রহমান। পথচলার শুরুতে যারা ছিল- তাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন- ফাতিমা সিদ্দিক, মুহাম্মদ মঞ্জুরুল আলম, জেসমিন কবির, কামরুল আনোয়ার(মামুন),মোঃজাহিদুর রহমান, কাজি ওয়াহিদুজ্জামান স্বপন।

পরে সমন্বিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করেন- অসীম রানা ও ইয়াসমিন আরা রুপালির নেতৃত্বে লামিয়া আহমেদ, জলি জ্জামান,অপ্সরা নুরাইবা হান্নান,অপ্সরা,অবন্তি, হ্রদি সহ এলামনাই সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেসমিন কবির , আজিজুর রহমান, মুহাম্মদ মঞ্জুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন- রাবি এলামনাই এর উপদেষ্টা – রাবির সাবেক রেজিস্টার ড. মোহাম্মদ এন্তাজুল হক, ড. আশরাফ, ড. মুশফিকুর রশিদ এবং ইঞ্জিনিয়ার ড. নজরুল ইসলাম প্রমুখ। ক্যাম্পাসের শিক্ষক, প্রাক্তন বন্ধু, বড় ভাই-বোন সকলে মিলে এক চিলতি স্মৃতি ধরে রাখতেও ব্যস্ত হয়ে উঠেন পিঠা উৎসবে। স্মতিময় মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করেন মোজাম্মেল হোসাইন (ঝিলু), মোহাম্মদ মাহবুবুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল ইসলাম এবং সাংবাদিক এস এম জাহিদুর রহমান।

পিঠা উৎসবে কাজী ওয়াহিদুজ্জামান স্বপনের জাতীয় কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। গান পরিবেশনা করেন ইয়াসমিন আরা রুপালি ও ওয়াশিংটন ডিসির জনপ্রিয় শিল্পী অসিম রানা। পরে শিল্পী অসিম রানাকে রাবি এলামনাই এর পক্ষ থেকে পিঠা উৎসবের মাগ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনায় করেন কাজী ওহিদুজ্জামান স্বপন। পিঠা উৎসবে প্রায় শতাধিক সাবেক রাবিয়ানরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব সফল করতে যারা কাজ করেছেন তারা হলেন- জেসমিন কবির, আজিমা আজমল, লামিয়া আহমেদ, ড. ফরিদা ইয়াসমিন, মুহাম্মদ মঞ্জুরুল আলম , আইভি হাসান, আজিজুর রহমান মৃধা (আজিজ), নজরুল ইসলাম, কামরুল আনয়ার (মামুন), দেওয়ান মনিরুল হক হিমু, কাজী ওয়াহিদুজ্জামান স্বপন, মো: জাহিদ মোতালিব (শুভ), ড. আব্দুল হাই সিদ্দিক (সুমন) ও এস এম জাহিদুর রহমান।

উল্লেখ্য ওয়াশিংটনে রাবি এলামনাই ২৩ শে অক্টোবর ২০২১ সালে পিকনিকের মাধ্যমে প্রবাসের বুকে পথচলা শুরু করে।