বিজ্ঞাপন :
এ-এইচ ১৬ ড্রীম ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই ২৯ আগষ্ট শনিবার
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫
- / ৭১১ বার পঠিত
নিউইয়র্ক: নব প্রতিষ্ঠিত ‘এ-এইচ ১৬ ড্রীম ফাউন্ডেশন’ ইনক-এর উদ্যোগে স্কুল সাপ্লাই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ আগষ্ট শনিবার বিকেল ৫টায় শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে। এ উপলক্ষ্যে কুইন্সের পারসন্স বুলেভার্ডস্থ কাঠালবাগান গার্ডেন রেষ্টুরেন্টে (জ্যাকফ্রুট গার্ডেন রেষ্টুরেন্ট) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী হোসেন জানিয়েছেন।
Tag :
A-H 16 Dream Foundation