নিউইয়র্ক ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ৫৪ বার পঠিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী

প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগীরাই ভালোভাবে জানে। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশি নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।

স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এ আয়োজন করা হয়।

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এর নেতৃত্বে কনস্যুলেটের কাউন্সেলর আয়েশা হক, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা কবির হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, আবু জাফর এই সেবা প্রদান করেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। ভবিষ্যতেও এ ধরনের আয়ো্জনে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করতে পেরে আনন্দিত।

প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

প্রকাশের সময় : ০৭:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী

প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগীরাই ভালোভাবে জানে। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশি নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।

স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এ আয়োজন করা হয়।

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এর নেতৃত্বে কনস্যুলেটের কাউন্সেলর আয়েশা হক, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা কবির হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, আবু জাফর এই সেবা প্রদান করেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। ভবিষ্যতেও এ ধরনের আয়ো্জনে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করতে পেরে আনন্দিত।

প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।