আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ‘থ্যাংকস গিভিং ডিনার’

- প্রকাশের সময় : ০৯:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ৬৭ বার পঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ‘থ্যাংকস গিভিং ডিনার’ এর আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) রাতে আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউ’র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘থ্যাংকস গিভিং ডিনার’ এ আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোরশেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব জেফরি ডরসি, মো: নাঈম সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা অংশ দেন। এছাড়া স্থানীয় রেসকিউ মিশনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে দুঃস্থদের মাঝেও গরম খাবার বিতরন করা হয়। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে “থ্যাংকস গিভিং ডে” পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে।
বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনও ‘থ্যাংকস গিভিং ডিনার’এ অংশগ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।