আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ৫৯ বার পঠিত
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) আটলান্টিক সিটির পেনরোজ অ্যাভিনিউয়ে এ অনুষ্ঠান হয়। ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি। এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি এই ধর্মসভার আয়োজন করে।
ধর্মসভায় প্রধান আলোচক হিসাবে শুভানন্দ দাস ব্রহ্মচারী নতুন বৃন্দাবন, পশ্চিম ভার্জিনিয়া থেকে আন্তর্জাল এ অংশগ্রহণ করেন। ধর্মসভায়আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, মনোজিৎ সাহা, বিনোদ ভেলোর, সুমি মজুমদার ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়। ধর্মসভার আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।