আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা পেল ২ শতাধিক পরিবার

- প্রকাশের সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ৭৫ বার পঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে এবার যৌথভাবে পালিত হলো খাদ্য সহায়তা কর্মসূচী। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) ‘খাদ্য সহায়তা’ কর্মসূচীর উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল।
আটলান্টিক সিটি হলের সামনের খোলা স্থানে সকাল এগারটা থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিওিতে এ খাদ্য সহায়তা কার্যক্রম এর আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ (সিডিবিজি) ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। কমিউনিটির সেবায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। এই সময় মেয়রের প্রধান নির্বাহী, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বিএএসজে নেতৃবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
২৫ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে “থ্যাংকস গিভিং ডে” পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে। খাদ্য সহায়তা পেতে বৈধ আইডি, ড্রাইভিং লাইসেন্স, উপার্জন এর স্বপক্ষে ২০২০ সালের ট্যাক্স ফাইলের কপি, সাম্প্রতিক পে স্টাব এর কপি সঙ্গে আনতে হয়েছে। এসময় প্রায় দুই শতাধিক মানুষ এই খাদ্য সহায়তা গ্রহণ করে।
বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনকে খাদ্য সহায়তা গ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। “থ্যাংকস গিভিং ডে”র প্রাক্কালে এই খাদ্য সহায়তার সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।