আটলান্টায় বাংলাদেশী দীপঙ্কর দাসের উপর হামলা
- প্রকাশের সময় : ০১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
- / ১০১৩ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় দীপঙ্কর সদাস (৬০) নামের এক বাংলাদেশী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কনভিনিয়েন স্টোরে এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন বলে খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।
আটলান্টা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ঘটনার সময় দীপঙ্কর দাস আটলান্টার ১০-৫৩ ক্যাসকেট এভিনিউস্থ নিজের কনভিনিয়েন স্টোরে কর্মরত ছিলেন। এসময় তার এক সহকারীও স্টোরটিতে কাজ করছিলেন। ঘটনার সময় একজন সন্ত্রাসী স্টোরটিতে ঢুকে তাকে গুলি করে। গুলিটি তার মাথার পিছনে লাগে এবং তিনি গুরুতর আহন হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে আটলান্টার ডাউন টাউনস্থ গ্রেডি হাসপাতালে ভর্তি করা হয়।
দীপঙ্কর দাসের গ্রামের বাড়ী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার। তিনি দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করার পর গত ৩/৪ বছর ধরে আটলান্টায় বসবাস করছেন। তিনি শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ’র সহ সভাপতি ছিলেন।