আইপিএ দীপন হত্যায় উদ্বিগ্ন : প্রকাশকদের নিরাপত্তা দাবি
- প্রকাশের সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
- / ৮৬৭ বার পঠিত
কানাডা: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় উদ্বিগ্ন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন (আইপিএ)। পাশাপাশি বাংলাদেশের সকল প্রকাশকদের নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। আইপিএ’র সভাপতি রিচার্ড চারকিন বলেন, ‘এ বর্বরোচিত হামলা বাংলাদেশের সাহসী প্রকাশকদের প্রতি অত্যন্ত অমানবিক এবং দুঃখজনক ঘটনা। সমাজের মঙ্গলের জন্য যারা প্রকাশনার স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি এবং আক্রান্ত প্রকাশকদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’
আইপিএ’র সাধারণ সম্পাদক হোজে বারগিনো বলেন, ‘প্রকাশক ফয়সাল আরেফিন দিপন হত্যা এবং আহমেদুর রশিদ টুটুলের উপর আক্রমণের ন্যায় বিচার আমরা দাবি করছি। এই আক্রমণের বিরুদ্ধে সারা পৃথিবীর প্রকাশকরা ঐক্যবদ্ধ আছি। আক্রমণকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না।
এই সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশে প্রকাশক ও লেখকদের উপর বর্বরোচিত আক্রমণ মূলত প্রকাশনার স্বাধীনতার উপরই আক্রমণ। একটি সভ্য জাতির জন্য এটা কিছুতেই কাম্য নয়। পৃথিবীর সকল সভ্য দেশেই প্রকাশনার স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তাই বাংলাদেশের প্রকাশক ও লেখকদের নিরাপত্তা দেয়া আজ একটি জরুরি বিষয়।’
আইপিএ’র মূখপত্র এলসিভিয়্যার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানান। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আইপিএ’র সদস্য। এই সমিতির সদস্য এবং লেখকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি। (দৈনিক ইত্তেফাক)