অটোয়াতে বাকাওভ-এর নান্দনিক অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০১:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ৩৬ বার পঠিত
হককথা ডেস্ক : বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালির (বাকাওভ) উদ্যোগে স্বাধীনতা দিবস, বাংলা শুভ নববর্ষ, হ্যারিটেজ সপ্তাহ (অটোয়া মেয়র কর্তৃক ইস্তেহার) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ডে উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কার্লটন বিশ্ববিদ্যালয়ের কৈলাশ মিতাল থিয়েটারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও চিত্র দিয়ে অনুষ্ঠানের সূচনা হলেও বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
উৎপলা ক্রান্তির নান্দনিক উপস্থাপনার শুরুতেই বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপরই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. খলিল রহমান, বাকাওভ-এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ্ বাহাউদ্দীন শিশির, বিশেষ অতিথি অটোয়ার পশ্চিম নেপিয়ান এলাকার সংসদ সদস্য অনিতা ভ্যানডেনবেল্ড এবং অটোয়ার নেপিয়ান এলাকার সংসদ সদস্য চান্দ্রা আরিয়া। অনুষ্ঠান উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রদত্ত শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান সংসদ সদস্য আনিতা ভ্যানডেনবেল্ড। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনয়ার হোসেন, শিকদার মোতিয়ার রাহমান, এ কে এম নুরুল হক, ফারুক মাহমুদ হোসেন, মোহাম্মদ আজিজুল হক, মোহসিন রেজা এবং মমতা দত্ত ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা আবৃত্তি করেন রত্না ঘোষ, কেয়া কামাল, অভিনেত্রী আফরোজা বানু। সংগীত পরিবেশন করেন পারিনাজ সাঈদি, অপূর্ব দাস, দুর্জয় বড়ুয়া, আরিফিন কবীর, জাওয়াদ কবীর বর্ষন এবং নৃত্য পরিবেশন করে অংকিত পাল চৌধুরী। দ্বিতীয় পর্বে ব্যান্ড ‘বিদ্রোহী’র বিশেষ সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন শাফায়েত হোসেইন আলিফ, অনিন্দা সরকার, এস রেভিন, সারভিনাজ সাঈদি, আসিফ ইসলাম, সাঈদা ফয়সাল প্রজাপতি, ফাহাদ কবীর, আমির তুষার, রেজওয়ান হোসেইন, শাহ্ ডিউক অমর এবং নাবিলা খন্দকার।
পূর্ব ঘোষণা অনুয়ায়ী ঠিক সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হয় এবং ঠিক সাড়ে ৯টায় সমাপ্তি ঘটে। আবহাওয়া কিছুটা বৈরি থাকলেও প্রবাসীদের উপস্থিতি ছিল দেখার মতো। অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট মর্টগেজ ব্রোকার প্রিন্স মর্টগেজ টিমের কর্ণধার হাসানুল প্রিন্স। পুরো অনুষ্ঠানের আলোকচিত্র এবং আংশিক ভিডিওগ্রাফিতে ছিলেন দেবাশীষ ধর এবং সদেরা সুজন। সূত্র : সমকাল
সুমি/হককথা