নিউইয়র্ক ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরাইলি বন্দি আমাদের আছে : হামাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৮৭ বার পঠিত

 ইসলামী বিশ্ব ডেস্কইসরাইলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাসের কাছে যথেষ্ট ইসরাইলি বন্দি আটক রয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম । হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার সময় বহু ইসরাইলি সৈন্যকে আটক করেছে তারা। আর সেটি ইসরাইলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার জন্য যথেষ্ট। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি শনিবার আল জাজিরাকে বলেছেন, ‘আমরা অনেক ইসরাইলি সৈন্যকে হত্যা ও বন্দি করতে পেরেছি। লড়াই এখনও চলছে।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের কারাগারে আটক থাকা আমাদের বন্দিদের মুক্ত হওয়ার সময় এগিয়ে আসছে। আমাদের হাতে যা আছে তার মাধ্যমে আমাদের সকল বন্দিকে তারা মুক্তি দেবে। লড়াই যত দীর্ঘ হবে, বন্দিদের সংখ্যাও তত বেশি হবে।’ আল-আরৌরি বলেছেন, হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররাও রয়েছেন। কিন্তু তাদের সংখ্যা ঠিক কত তা সম্পর্কে কোনও পরিসংখ্যান তিনি দেননি। অবশ্য বন্দিদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে বর্তমানে বন্দি রয়েছে। যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০ জন নাবালক। এছাড়া ১২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে প্রশাসনিকভাবে বন্দি রাখা হয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে, হামাসের হামলায় তাদের সৈন্য ও কমান্ডাররা নিহত হয়েছে এবং অনেককে যুদ্ধবন্দি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন সেনা নিহত হয়েছে বা হামাস কতজনকে বন্দি করে নিয়ে গেছে তার কোনও পরিসংখ্যান দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরাইলি বন্দি আমাদের আছে : হামাস

প্রকাশের সময় : ০৯:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

 ইসলামী বিশ্ব ডেস্কইসরাইলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাসের কাছে যথেষ্ট ইসরাইলি বন্দি আটক রয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম । হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার সময় বহু ইসরাইলি সৈন্যকে আটক করেছে তারা। আর সেটি ইসরাইলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার জন্য যথেষ্ট। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি শনিবার আল জাজিরাকে বলেছেন, ‘আমরা অনেক ইসরাইলি সৈন্যকে হত্যা ও বন্দি করতে পেরেছি। লড়াই এখনও চলছে।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের কারাগারে আটক থাকা আমাদের বন্দিদের মুক্ত হওয়ার সময় এগিয়ে আসছে। আমাদের হাতে যা আছে তার মাধ্যমে আমাদের সকল বন্দিকে তারা মুক্তি দেবে। লড়াই যত দীর্ঘ হবে, বন্দিদের সংখ্যাও তত বেশি হবে।’ আল-আরৌরি বলেছেন, হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররাও রয়েছেন। কিন্তু তাদের সংখ্যা ঠিক কত তা সম্পর্কে কোনও পরিসংখ্যান তিনি দেননি। অবশ্য বন্দিদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ জন ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে বর্তমানে বন্দি রয়েছে। যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০ জন নাবালক। এছাড়া ১২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে প্রশাসনিকভাবে বন্দি রাখা হয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে, হামাসের হামলায় তাদের সৈন্য ও কমান্ডাররা নিহত হয়েছে এবং অনেককে যুদ্ধবন্দি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন সেনা নিহত হয়েছে বা হামাস কতজনকে বন্দি করে নিয়ে গেছে তার কোনও পরিসংখ্যান দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরা।