নিউইয়র্ক ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওমরাহ পালনে নতুন নির্দেশনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ৪৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এ নির্দেশনা সব বয়সী মানুষের জন্য।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) দেশটির সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটারেও এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

টুইটের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। ১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।

সৌদি আরবে গত মাসে এক লাফে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে একই বিধান চালু করা হয়েছে।

এর আগে গত বছর দুই উমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলা হয়েছে। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়।

আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০ দিন বিরতির নতুন নির্দেশনা দেওয়া হলো।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওমরাহ পালনে নতুন নির্দেশনা

প্রকাশের সময় : ০৫:১৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এ নির্দেশনা সব বয়সী মানুষের জন্য।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) দেশটির সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটারেও এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

টুইটের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। ১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।

সৌদি আরবে গত মাসে এক লাফে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে একই বিধান চালু করা হয়েছে।

এর আগে গত বছর দুই উমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলা হয়েছে। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়।

আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০ দিন বিরতির নতুন নির্দেশনা দেওয়া হলো।