আটলান্টিক সিটিতে ২দিনব্যাপী শ্রী শ্রী রামঠাকুর স্মরণ উৎসব

- প্রকাশের সময় : ১২:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫২ বার পঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে দুই দিনব্যাপী ‘শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণ উৎসব’ এর আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় সোম ও মঙ্গলবার আটলান্টিক সিটির উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত শ্রীশ্রী গীতা সংঘের প্রার্থনা হলে এ উৎসব অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
উৎসব উপলক্ষে আগামী ১৫ নভেম্বর সোমবার অধিবাস কীর্তন এবং ১৬ নভেম্বর মঙ্গলবার মহোৎসব ও সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন শান্তিপদ দাশ, উত্তম কর্মকার, কাঞ্চন চৌধুরী ,মনতোষ দত্ত, রতন ভট্টাচার্য, অনিরুদ্ধ চক্রবর্তী, প্রবীর তালুকদার, রতন সেনগুপ্ত , শিপন সেনগুপ্ত, জয়দেব কর্মকার, সজল চক্রবর্তী, বিপ্লব তালুকদার প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণ উৎসবের আয়োজন মালায় রয়েছে ১৫ নভেম্বর সোমবার বিকেল ৪টায় শুভ অধিবাস, ১৬ নভেম্বর মঙ্গলবার মহোৎসব ও সত্যনারায়ণ পূজা। সকাল ৯টায় কীর্তন শুরু হবে। ভোগ দুপুর ১২টা। মহাপ্রসাদ বিতরণ : দুপুর ১টা। বিকেল ৪টায় সত্য নারায়ণ পূজা প্রারম্ভ। রাত ৮.৩০ মিনিটে রাতের প্রসাদ।
শ্রী শ্রী রামঠাকুর স্মরণ উৎসবের আয়োজকরা এই উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন।
আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য শ্রী শ্রী রামঠাকুর স্মরণ উৎসবের আয়োজন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাজ সাজ রব পড়েছে ।
শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার, ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদ নীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলীয়ান করাই নয়, সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর।
তাঁর কাছে জাতি, ধর্ম, বর্ণ, শুচি, অশুচির কোনও ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার। মন্দির, মসজিদ, গির্জায় নয়, শ্রীশ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলয়ে। লোকালয়ে থাকার সময় তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন।