নিউইয়র্ক ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে শেয়ার করা যাবে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম লিংক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৭ বার পঠিত

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ইনস্টাগ্রামের লিংক ও ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করা যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সরাসরি পোস্ট করা যাবে। তবে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণেই আপাতত এই সুবিধা দিয়েছে মেটা কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপবেটাইনফো’র (ডব্লিউএবেটাইনফো) সূত্র অনুযায়ী, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস থেকে ইনস্টাগ্রামের লিংক যোগ করা যাবে। বেটার সবচেয়ে আপডেটেড সংস্করণ থেকে ফেসবুক ও থ্রেডের লিংকও খোলা যাবে। তবে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখনই এ সুবিধা পাবেন না। এর জন্য বেটার নতুন সংস্করণ আপডেট করতে হবে।

নতুন ফিচারে যেসব সুবিধা পাওয়া যাবে :
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস ইনস্টাগ্রাম ও ফেসবুকেও শেয়ার করতে পারবেন। চাইলে কাউকে ট্যাগও করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিংকও শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার প্রোফাইলে যারা আছেন, তারা আপনার ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন। তবে সেখানে গ্রাহকের নাম, পরিচয় গোপন রাখার ব্যবস্থাও করেছে হোয়াটসঅ্যাপ।

ইনস্টাগ্রামেও স্টোরি পুনরায় শেয়ার করার সুবিধা রয়েছে। তবে সেক্ষেত্রে যার পোস্ট পুনরায় শেয়ার করা হয়, তার পরিচয় তেমনভাবে গোপন থাকে না। আসল পোস্টদাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দেখা যায় ‘রিশেয়ার’ করার পর। ফলে যিনি ‘রিশেয়ার’ করছেন, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি আসল পোস্টদাতার অ্যাকাউন্টেও পৌঁছে যাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপ থেকে যে লিঙ্ক খোলা যাবে, সেখানে পোস্টদাতার নাম, পরিচয়, ফোন নম্বর গোপন রাখার ব্যবস্থা থাকবে। আপনি চাইলে তা সকলকে দেখাতেও পারেন আবার গোপনও রাখতে পারেন। ব্যক্তিগত তথ্য কখনোই সকলের সামনে আসবে না। তবে এই সমস্ত ফিচার আসতে আরও কিছুটা সময় লাগবে। সূত্র : যুগান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে শেয়ার করা যাবে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম লিংক

প্রকাশের সময় : ০১:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ইনস্টাগ্রামের লিংক ও ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করা যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সরাসরি পোস্ট করা যাবে। তবে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণেই আপাতত এই সুবিধা দিয়েছে মেটা কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপবেটাইনফো’র (ডব্লিউএবেটাইনফো) সূত্র অনুযায়ী, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস থেকে ইনস্টাগ্রামের লিংক যোগ করা যাবে। বেটার সবচেয়ে আপডেটেড সংস্করণ থেকে ফেসবুক ও থ্রেডের লিংকও খোলা যাবে। তবে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখনই এ সুবিধা পাবেন না। এর জন্য বেটার নতুন সংস্করণ আপডেট করতে হবে।

নতুন ফিচারে যেসব সুবিধা পাওয়া যাবে :
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস ইনস্টাগ্রাম ও ফেসবুকেও শেয়ার করতে পারবেন। চাইলে কাউকে ট্যাগও করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিংকও শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার প্রোফাইলে যারা আছেন, তারা আপনার ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন। তবে সেখানে গ্রাহকের নাম, পরিচয় গোপন রাখার ব্যবস্থাও করেছে হোয়াটসঅ্যাপ।

ইনস্টাগ্রামেও স্টোরি পুনরায় শেয়ার করার সুবিধা রয়েছে। তবে সেক্ষেত্রে যার পোস্ট পুনরায় শেয়ার করা হয়, তার পরিচয় তেমনভাবে গোপন থাকে না। আসল পোস্টদাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দেখা যায় ‘রিশেয়ার’ করার পর। ফলে যিনি ‘রিশেয়ার’ করছেন, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি আসল পোস্টদাতার অ্যাকাউন্টেও পৌঁছে যাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপ থেকে যে লিঙ্ক খোলা যাবে, সেখানে পোস্টদাতার নাম, পরিচয়, ফোন নম্বর গোপন রাখার ব্যবস্থা থাকবে। আপনি চাইলে তা সকলকে দেখাতেও পারেন আবার গোপনও রাখতে পারেন। ব্যক্তিগত তথ্য কখনোই সকলের সামনে আসবে না। তবে এই সমস্ত ফিচার আসতে আরও কিছুটা সময় লাগবে। সূত্র : যুগান্তর।