নিউইয়র্ক ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ৬৮ বার পঠিত

হোয়াটসঅ্যাপের জন্য একটি বড় ফিচারের ঘোষণা করেছে মেটা। একক অথবা গ্রুপ কনভারসেশনে চ্যাটকে পিন করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো ধরনের চ্যাটই পিন করে রাখতে পারবে ব্যবহারকারীরা। যেমন- টেক্সট, পোল, আইমেসেজ এবং ইমোজি ইত্যাদি। তবে একবারে মাত্র একটি চ্যাট পিন করা যাবে।

পিন করা ম্যাসেজগুলো ২৪ ঘণ্টা, ৭ দিন (ডিফল্ট) বা ৩০ দিনের জন্য স্থায়ী হতে পারে। পিন করার সময় একটি ব্যানার প্রদর্শিত হবে যাতে আপনি সময় বেছে নিতে পারেন। আপনি যদি ম্যানুয়ালি একটি ম্যাসেজ আনপিন না করেন তবে এটি সেটের মেয়াদ শেষ হওয়ার পরে নিজেই আনপিন হয়ে যাবে৷ গ্রুপ চ্যাটে, এডমিনরা টেক্সটগুলোকে পিন করতে পারবে ও তা নিয়ন্ত্রণ করতে পারবে৷

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো চ্যাটকে পিন করতে হলে সেই কনভারসেশনের ওপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর যে মেনু আসবে, তা থেকে ‘পিন’ সিলেক্ট করতে হবে। এটা চাইলে ২৪ ঘণ্টা, সাত দিন এবং ৩০ দিন পিন করে রাখা যাবে। নিশ্চিত করতে আবার পিনে আলতো চাপ দিতে হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

প্রকাশের সময় : ০২:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

হোয়াটসঅ্যাপের জন্য একটি বড় ফিচারের ঘোষণা করেছে মেটা। একক অথবা গ্রুপ কনভারসেশনে চ্যাটকে পিন করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো ধরনের চ্যাটই পিন করে রাখতে পারবে ব্যবহারকারীরা। যেমন- টেক্সট, পোল, আইমেসেজ এবং ইমোজি ইত্যাদি। তবে একবারে মাত্র একটি চ্যাট পিন করা যাবে।

পিন করা ম্যাসেজগুলো ২৪ ঘণ্টা, ৭ দিন (ডিফল্ট) বা ৩০ দিনের জন্য স্থায়ী হতে পারে। পিন করার সময় একটি ব্যানার প্রদর্শিত হবে যাতে আপনি সময় বেছে নিতে পারেন। আপনি যদি ম্যানুয়ালি একটি ম্যাসেজ আনপিন না করেন তবে এটি সেটের মেয়াদ শেষ হওয়ার পরে নিজেই আনপিন হয়ে যাবে৷ গ্রুপ চ্যাটে, এডমিনরা টেক্সটগুলোকে পিন করতে পারবে ও তা নিয়ন্ত্রণ করতে পারবে৷

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ মেসেজে কোনো চ্যাটকে পিন করতে হলে সেই কনভারসেশনের ওপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর যে মেনু আসবে, তা থেকে ‘পিন’ সিলেক্ট করতে হবে। এটা চাইলে ২৪ ঘণ্টা, সাত দিন এবং ৩০ দিন পিন করে রাখা যাবে। নিশ্চিত করতে আবার পিনে আলতো চাপ দিতে হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল।