নিউইয়র্ক ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়ায় টিকটক ও নেটফ্লিক্সের কার্যক্রম স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / ১২৩ বার পঠিত

হককথা ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) বিবিসি অনলাইনের লাইভে এসব তথ্য জানানো হয়।
নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় তাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটিতে নেটফ্লিক্স গ্রাহকদের বর্তমান অ্যাকান্টগুলোর কী হবে, আর রাশিয়ায় কবে নাগাদ আবারও তাদের কার্যক্রম শুরু করবে এ নিয়ে কিছু স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ায় একটি আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের বিধানে বলা হয়েছে, কেউ দেশটির সশস্ত্র বাহিনীর বিষয়ে ‘ভুয়া’ খবর ছড়ালে তার কারাদণ্ড হবে। এমন প্রেক্ষাপটে তারা রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিত করছে। একই সঙ্গে তারা রাশিয়ায় পাস হওয়া নতুন আইনটির প্রভাব পর্যালোচনা করছে।
রাশিয়ায় নতুন পাস হওয়া আইনের কারণে কর্মীদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দেশটিতে তাদের কাজ স্থগিত করেছে। তার মধ্যে রয়েছে বিবিসি, ব্লুমবার্গ নিউজ, কানাডার সিবিসি, জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি ও জেডডিএফ এবং ইতালির রাই।
এদিকে ইউক্রেনে রুশ হামলার জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর মধ্য দিয়ে তারা রাশিয়াকে কোণঠাসা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করছে।
হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়ায় টিকটক ও নেটফ্লিক্সের কার্যক্রম স্থগিত

প্রকাশের সময় : ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

হককথা ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) বিবিসি অনলাইনের লাইভে এসব তথ্য জানানো হয়।
নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় তাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটিতে নেটফ্লিক্স গ্রাহকদের বর্তমান অ্যাকান্টগুলোর কী হবে, আর রাশিয়ায় কবে নাগাদ আবারও তাদের কার্যক্রম শুরু করবে এ নিয়ে কিছু স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ায় একটি আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের বিধানে বলা হয়েছে, কেউ দেশটির সশস্ত্র বাহিনীর বিষয়ে ‘ভুয়া’ খবর ছড়ালে তার কারাদণ্ড হবে। এমন প্রেক্ষাপটে তারা রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিত করছে। একই সঙ্গে তারা রাশিয়ায় পাস হওয়া নতুন আইনটির প্রভাব পর্যালোচনা করছে।
রাশিয়ায় নতুন পাস হওয়া আইনের কারণে কর্মীদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দেশটিতে তাদের কাজ স্থগিত করেছে। তার মধ্যে রয়েছে বিবিসি, ব্লুমবার্গ নিউজ, কানাডার সিবিসি, জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি ও জেডডিএফ এবং ইতালির রাই।
এদিকে ইউক্রেনে রুশ হামলার জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর মধ্য দিয়ে তারা রাশিয়াকে কোণঠাসা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করছে।
হককথা/এমউএ