নিউইয়র্ক ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যেসব পাসওয়ার্ড সেকেন্ডেরও কম সময়ে ভাঙ্গে হ্যাকার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৬২ বার পঠিত

হককথা ডেস্ক : আপনি যদি কিছুদিনের মধ্যে আপনার অনলাইন পাসওয়ার্ডগুলি পরিবর্তন না করে থাকেন তবে এখনই পরিবর্তন করার জন্য একটি ভাল সময় হতে পারে৷ কারণ, এখনো লক্ষ লক্ষ মানুষ হাস্যকরভাবে সহজ কোড পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে। নর্ডপার্সের গবেষণায় বলা হয়েছে, কিছু জনপ্রিয় পাসওয়ার্ড এতই সহজ যে সাইবার দুষ্কৃতিকারীরা এক সেকেন্ডেরও কম সময়ে সেগুলো ভেঙ্গে ফেলতে পারে।

গবেষণা বলছে, বিশ্বব্যাপী এখনো ৩১ শতাংম মানুষ সাধারণ পাসওয়ার্ড যেমন, “১২৩৪”, “০০০০০০০”, “১২৩৪৫”, “ ১২৩৪৫৬৭৮৯” ব্যবহার করে। এসব পাসওয়ার্ড ভাঙ্গতে হ্যাকারদের এক মিনিটেরও কম সময় প্রয়োজন হয়। গবেষণা বলেছে, দেখতে আশ্চর্যজনক মনে হলেও স্মার্ট এই যুগেও মানুষ এটাই করছে।

গবেষকরা বলছেন, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আরো একটি বড় ভূল হলো ফুটবল খেলোয়ারদের নাম বা দলের নাম ব্যবহার করা যেমন, আর্সেনাল, চেলসি, লিভারপুল ইত্যালি। কেউ যদি এসব নাম পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে, তার জন্য সতর্কবার্তা হলো দ্রত এই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে কারন এসব পাসওয়ার্ডের বৈশ্বিক তালিকার ৭০ শতাংশ এক মিনিটেরও কম সময়ে ভেঙ্গে ফেলা সম্ভব।

শীর্ষ ৫ সর্বাধিক ব্যবহৃত ইউকে পাসওয়ার্ড

1. ১২৩৪৫৬

2. পাসওয়ার্ড

3. কোয়ার্টি

4. লিভারপুল

5. ১২৩৪৫৬৭৮৯

যদিও বিশেষজ্ঞরা বলছেন যে অভিধানের শব্দগুলি ব্যবহার করে তৈরি করা পাসওয়ার্ডগুলি ক্র্যাক করা অবিশ্বাস্যভাবে সহজ, ইন্টারনেট ব্যবহারকারীরা তা বিশ্বাস করতে অস্বীকার করেন। মজার বিষয় হল, নর্ডপাস বলছে, ব্রিটিশ লোকেরা প্রাণী বা পৌরাণিক প্রাণীর সাথে সম্পর্কিত পাসওয়ার্ড বেছে নেয়, যেমন “বানর” বা “ড্রাগন”।

পাসওয়ার্ড তৈরির অভ্যাসের পরিবর্তে ব্যবহারকারীরা আগে থেকেই সেট করা পাসওয়ার্ডই বেশি ব্যবহার করেন। “অ্যাডমিন” শব্দটি এই বছরের বৈশ্বিক তালিকায় তার অবস্থান জানান দিয়েছে, যুক্তরাজ্য ব্যতীত সমস্ত গবেষণা করা দেশে নিজের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।

নর্ডপাসের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টমাস স্মালাসিক বলেছেন, পাসওয়ার্ড ব্যবহারে ঝুঁকি থাকার কারন পাসকি ব্যবহার এখন দরকারি। পাসকি, পাসওয়ার্ড ব্যবহারের এই পদ্ধতিকে পরিবর্তন করবে যা ইতিমধ্যে ব্যক্তি এবং কোম্পানি গুলোতে আস্থা অর্জন করেছে। এর ফলে পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা থেকে ও মুক্তি পাবে সাধারণ মানুষ। সূত্র : বাংলাভিশন টেলিভিশন

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যেসব পাসওয়ার্ড সেকেন্ডেরও কম সময়ে ভাঙ্গে হ্যাকার

প্রকাশের সময় : ০৪:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক : আপনি যদি কিছুদিনের মধ্যে আপনার অনলাইন পাসওয়ার্ডগুলি পরিবর্তন না করে থাকেন তবে এখনই পরিবর্তন করার জন্য একটি ভাল সময় হতে পারে৷ কারণ, এখনো লক্ষ লক্ষ মানুষ হাস্যকরভাবে সহজ কোড পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে। নর্ডপার্সের গবেষণায় বলা হয়েছে, কিছু জনপ্রিয় পাসওয়ার্ড এতই সহজ যে সাইবার দুষ্কৃতিকারীরা এক সেকেন্ডেরও কম সময়ে সেগুলো ভেঙ্গে ফেলতে পারে।

গবেষণা বলছে, বিশ্বব্যাপী এখনো ৩১ শতাংম মানুষ সাধারণ পাসওয়ার্ড যেমন, “১২৩৪”, “০০০০০০০”, “১২৩৪৫”, “ ১২৩৪৫৬৭৮৯” ব্যবহার করে। এসব পাসওয়ার্ড ভাঙ্গতে হ্যাকারদের এক মিনিটেরও কম সময় প্রয়োজন হয়। গবেষণা বলেছে, দেখতে আশ্চর্যজনক মনে হলেও স্মার্ট এই যুগেও মানুষ এটাই করছে।

গবেষকরা বলছেন, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আরো একটি বড় ভূল হলো ফুটবল খেলোয়ারদের নাম বা দলের নাম ব্যবহার করা যেমন, আর্সেনাল, চেলসি, লিভারপুল ইত্যালি। কেউ যদি এসব নাম পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে, তার জন্য সতর্কবার্তা হলো দ্রত এই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে কারন এসব পাসওয়ার্ডের বৈশ্বিক তালিকার ৭০ শতাংশ এক মিনিটেরও কম সময়ে ভেঙ্গে ফেলা সম্ভব।

শীর্ষ ৫ সর্বাধিক ব্যবহৃত ইউকে পাসওয়ার্ড

1. ১২৩৪৫৬

2. পাসওয়ার্ড

3. কোয়ার্টি

4. লিভারপুল

5. ১২৩৪৫৬৭৮৯

যদিও বিশেষজ্ঞরা বলছেন যে অভিধানের শব্দগুলি ব্যবহার করে তৈরি করা পাসওয়ার্ডগুলি ক্র্যাক করা অবিশ্বাস্যভাবে সহজ, ইন্টারনেট ব্যবহারকারীরা তা বিশ্বাস করতে অস্বীকার করেন। মজার বিষয় হল, নর্ডপাস বলছে, ব্রিটিশ লোকেরা প্রাণী বা পৌরাণিক প্রাণীর সাথে সম্পর্কিত পাসওয়ার্ড বেছে নেয়, যেমন “বানর” বা “ড্রাগন”।

পাসওয়ার্ড তৈরির অভ্যাসের পরিবর্তে ব্যবহারকারীরা আগে থেকেই সেট করা পাসওয়ার্ডই বেশি ব্যবহার করেন। “অ্যাডমিন” শব্দটি এই বছরের বৈশ্বিক তালিকায় তার অবস্থান জানান দিয়েছে, যুক্তরাজ্য ব্যতীত সমস্ত গবেষণা করা দেশে নিজের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।

নর্ডপাসের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টমাস স্মালাসিক বলেছেন, পাসওয়ার্ড ব্যবহারে ঝুঁকি থাকার কারন পাসকি ব্যবহার এখন দরকারি। পাসকি, পাসওয়ার্ড ব্যবহারের এই পদ্ধতিকে পরিবর্তন করবে যা ইতিমধ্যে ব্যক্তি এবং কোম্পানি গুলোতে আস্থা অর্জন করেছে। এর ফলে পাসওয়ার্ড ব্যবহারের ঝামেলা থেকে ও মুক্তি পাবে সাধারণ মানুষ। সূত্র : বাংলাভিশন টেলিভিশন

হককথা/নাছরিন