নিউইয়র্ক ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নতুন ফিচারে গুগল ফটো

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ১২১ বার পঠিত

গুগল ফটো

হককথা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মেধার দাপট ক্রমে বেড়ে চলেছে। বিশ্বের কারিগরি নিয়ন্ত্রণ দখলে নিতে বদ্ধপরিকর মানুষের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নামের অদৃশ্য শক্তি।

এআই প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার। যা মানুষের কাজ আরও সহজ করে তুলেছে। মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার গুগল তার বিশেষ প্ল্যাটফর্ম ফটোতে ব্যবহার করছে এআই।

একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে গুগল। এই নতুন ফিচারের পিছনে মূখ্য চালিকাশক্তি কৃত্রিম মেধা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স। গুগল ফটো যে কোনো ব্যবহারকারীর তোলা ছবি সাজিয়ে গুছিয়ে রাখে। নতুন ফিচার কার্যকর হলে, ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা ছবি সাজিয়ে দেবে এআই, শুধু তাই নয় আরও সুসংবদ্ধ ভাবে রাখা থাকবে।

এআই স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের শটগুলোকে একত্রিত করে রাখবে। তার ফলে লাইব্রেরিতে বিশৃঙ্খলতা হ্রাস পেতে পারে বলে মনে করা হয়। ব্যবহারকারী আরও সহজে ছবি বাছাই করে নিতে পারবেন। স্ক্রিনশট এবং নথিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যালবামে রাখতে পারবেন।

স্ক্রিনশটগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কিউরেট করা হবে অ্যালবাম। নথিপত্রের জন্য নতুন ‘ডকুমেন্টস’ বিভাগ চালু হতে পারে। ফলে একটি ট্যাবে খুঁজলেই সব ছবি পাওয়া যাবে সহজে।

এছাড়া ফটো স্ট্যাক নামের ফিচারটি কাজ করবে এক ধরনের ছবিকে একত্রিত করতে। সেক্ষেত্রে দেখা হবে ছবির বিষয়বস্তু, কোন সময় সেগুলো তোলা হয়েছে ইত্যাদি বিষয়। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি টপ পিক নির্বাচন করে স্ট্যাকের সেরা ছবি হিসেবে তুলে ধরাও হবে। ব্যবহারকারী অবশ্য নিজেও এই শীর্ষ বাছাইটি করে নিতে পারেন।সূত্র: টেকক্রাঞ্চ

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নতুন ফিচারে গুগল ফটো

প্রকাশের সময় : ০৪:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মেধার দাপট ক্রমে বেড়ে চলেছে। বিশ্বের কারিগরি নিয়ন্ত্রণ দখলে নিতে বদ্ধপরিকর মানুষের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নামের অদৃশ্য শক্তি।

এআই প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার। যা মানুষের কাজ আরও সহজ করে তুলেছে। মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার গুগল তার বিশেষ প্ল্যাটফর্ম ফটোতে ব্যবহার করছে এআই।

একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে গুগল। এই নতুন ফিচারের পিছনে মূখ্য চালিকাশক্তি কৃত্রিম মেধা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স। গুগল ফটো যে কোনো ব্যবহারকারীর তোলা ছবি সাজিয়ে গুছিয়ে রাখে। নতুন ফিচার কার্যকর হলে, ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা ছবি সাজিয়ে দেবে এআই, শুধু তাই নয় আরও সুসংবদ্ধ ভাবে রাখা থাকবে।

এআই স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের শটগুলোকে একত্রিত করে রাখবে। তার ফলে লাইব্রেরিতে বিশৃঙ্খলতা হ্রাস পেতে পারে বলে মনে করা হয়। ব্যবহারকারী আরও সহজে ছবি বাছাই করে নিতে পারবেন। স্ক্রিনশট এবং নথিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যালবামে রাখতে পারবেন।

স্ক্রিনশটগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কিউরেট করা হবে অ্যালবাম। নথিপত্রের জন্য নতুন ‘ডকুমেন্টস’ বিভাগ চালু হতে পারে। ফলে একটি ট্যাবে খুঁজলেই সব ছবি পাওয়া যাবে সহজে।

এছাড়া ফটো স্ট্যাক নামের ফিচারটি কাজ করবে এক ধরনের ছবিকে একত্রিত করতে। সেক্ষেত্রে দেখা হবে ছবির বিষয়বস্তু, কোন সময় সেগুলো তোলা হয়েছে ইত্যাদি বিষয়। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি টপ পিক নির্বাচন করে স্ট্যাকের সেরা ছবি হিসেবে তুলে ধরাও হবে। ব্যবহারকারী অবশ্য নিজেও এই শীর্ষ বাছাইটি করে নিতে পারেন।সূত্র: টেকক্রাঞ্চ

হককথা/নাছরিন