নিউইয়র্ক ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গুগল ড্রাইভের ফাইল হারিয়ে যাচ্ছে, সতর্কতার জন্য যা করবেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ১৬৮ বার পঠিত

হারিয়ে যাওয়া ফাইল ট্র্যাশ বা অন্য কোনো ফোল্ডারেও পাওয়া যায়নি। ছবি: জ্যাপিয়ার ডট কম

হককথা ডেস্ক : গত ছয় মাসে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল ও ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। গুগলের সাপোর্ট পেজে অনেক ব্যবহারকারী বলছেন, গুগলের ক্লাউড সার্ভিসে আপলোড করা কিছু ফাইল তাঁরা আর খুঁজে পাচ্ছেন না।

ক্লাউডে ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনেকে ক্লাউডের ফোল্ডার বা ফাইলে ঢুকতে না পেরে ক্ষোভ দেখিয়েছেন। বিষয়টি নিয়ে গুগল তদন্ত করছে।

দক্ষিণ কোরিয়ার এক গ্রাহক গুগল সাপোর্ট ওয়েবসাইটে রিপোর্ট করে বলেছেন, গত মে মাসের পরে আপলোড করা সব ফাইল তার গুগল ড্রাইভ থেকে হারিয়ে গেছে। এসব ফাইল ট্র্যাশ বা অন্য কোনো ফোল্ডারেও পাওয়া যায়নি। মে মাসের আগে যে অবস্থায় ছিল, সেই একই অবস্থায় ফোল্ডারের কাঠামোও পরিবর্তিত হয়েছে।

তিনি ড্রাইভ ও ফাইলগুলো কারও সঙ্গে শেয়ারও করেননি। তাই অন্য কেউ ফাইলগুলো ডিলিট করেছে এমন সম্ভাবনা নেই। ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য তিনি প্ল্যাটফর্মটির বর্ণিত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছন। এর পরও গুগল এই সমস্যার সমাধান দিতে পারেনি।

এক বিবৃতিতে গুগল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং অন্য গ্রাহকদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পেয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফাইলগুলো ফিরে পাওয়ার জন্য গ্রাহকেরা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন।

এতে বলা হয়, ‘আমরা কোম্পানির ইঞ্জিনিয়ারদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। এ সময় রুট বা ডেটা ফোল্ডারে কোনো পরিবর্তন না করার জন্য গ্রাহকদের পরামর্শ দিচ্ছি।’

একজন ব্যবহারকারী বলেছেন, গুগল ড্রাইভ থেকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়েছেন। তিনিও অন্য কারও সঙ্গে ফাইল বা অ্যাকাউন্ট শেয়ার করেননি। আবার অনেকের অভিযোগ হলো, কিছু ফাইলের ফোল্ডার ও সাবফোল্ডার দেখা যাচ্ছে। তবে আসল ফাইলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।

তবে এ সমস্যা কেন হচ্ছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ফাইলগুলো গুগল ড্রাইভের ওয়েব ভার্সন বা অ্যাপ থেকে হারিয়ে গেছে, নাকি ফাইলগুলো শুধু কম্পিউটারের সিংক ফোল্ডার থেকে হারিয়েছে তা স্পষ্ট নয়।

বিষয়টির তদন্তের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালে ফাইল-ফোল্ডার সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে গুগল ড্রাইভ টিম :

১. ডেস্কটপের ড্রাইভে ‘ডিসকানেক্ট অ্যাকাউন্টে’ ক্লিক করবেন না
২. অ্যাপ ডেটা ফোল্ডার ডিলিট করবেন না বা সরাবেন না:
উইন্ডোজ: %USERPROFILE%AppDataLocalGoogleDriveFS
ম্যাকওএস: ~/Library/Application Support/Google/DriveFS

বিকল্প: সুযোগ থাকলে হার্ড ড্রাইভে অ্যাপ ডেটা ফোল্ডার কপি করে রাখুন। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গুগল ড্রাইভের ফাইল হারিয়ে যাচ্ছে, সতর্কতার জন্য যা করবেন

প্রকাশের সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক : গত ছয় মাসে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল ও ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। গুগলের সাপোর্ট পেজে অনেক ব্যবহারকারী বলছেন, গুগলের ক্লাউড সার্ভিসে আপলোড করা কিছু ফাইল তাঁরা আর খুঁজে পাচ্ছেন না।

ক্লাউডে ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনেকে ক্লাউডের ফোল্ডার বা ফাইলে ঢুকতে না পেরে ক্ষোভ দেখিয়েছেন। বিষয়টি নিয়ে গুগল তদন্ত করছে।

দক্ষিণ কোরিয়ার এক গ্রাহক গুগল সাপোর্ট ওয়েবসাইটে রিপোর্ট করে বলেছেন, গত মে মাসের পরে আপলোড করা সব ফাইল তার গুগল ড্রাইভ থেকে হারিয়ে গেছে। এসব ফাইল ট্র্যাশ বা অন্য কোনো ফোল্ডারেও পাওয়া যায়নি। মে মাসের আগে যে অবস্থায় ছিল, সেই একই অবস্থায় ফোল্ডারের কাঠামোও পরিবর্তিত হয়েছে।

তিনি ড্রাইভ ও ফাইলগুলো কারও সঙ্গে শেয়ারও করেননি। তাই অন্য কেউ ফাইলগুলো ডিলিট করেছে এমন সম্ভাবনা নেই। ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য তিনি প্ল্যাটফর্মটির বর্ণিত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছন। এর পরও গুগল এই সমস্যার সমাধান দিতে পারেনি।

এক বিবৃতিতে গুগল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং অন্য গ্রাহকদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পেয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফাইলগুলো ফিরে পাওয়ার জন্য গ্রাহকেরা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন।

এতে বলা হয়, ‘আমরা কোম্পানির ইঞ্জিনিয়ারদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। এ সময় রুট বা ডেটা ফোল্ডারে কোনো পরিবর্তন না করার জন্য গ্রাহকদের পরামর্শ দিচ্ছি।’

একজন ব্যবহারকারী বলেছেন, গুগল ড্রাইভ থেকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়েছেন। তিনিও অন্য কারও সঙ্গে ফাইল বা অ্যাকাউন্ট শেয়ার করেননি। আবার অনেকের অভিযোগ হলো, কিছু ফাইলের ফোল্ডার ও সাবফোল্ডার দেখা যাচ্ছে। তবে আসল ফাইলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।

তবে এ সমস্যা কেন হচ্ছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ফাইলগুলো গুগল ড্রাইভের ওয়েব ভার্সন বা অ্যাপ থেকে হারিয়ে গেছে, নাকি ফাইলগুলো শুধু কম্পিউটারের সিংক ফোল্ডার থেকে হারিয়েছে তা স্পষ্ট নয়।

বিষয়টির তদন্তের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালে ফাইল-ফোল্ডার সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে গুগল ড্রাইভ টিম :

১. ডেস্কটপের ড্রাইভে ‘ডিসকানেক্ট অ্যাকাউন্টে’ ক্লিক করবেন না
২. অ্যাপ ডেটা ফোল্ডার ডিলিট করবেন না বা সরাবেন না:
উইন্ডোজ: %USERPROFILE%AppDataLocalGoogleDriveFS
ম্যাকওএস: ~/Library/Application Support/Google/DriveFS

বিকল্প: সুযোগ থাকলে হার্ড ড্রাইভে অ্যাপ ডেটা ফোল্ডার কপি করে রাখুন। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন