নিউইয়র্ক ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গুগল ক্রোম আপডেট করুন এখনই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৮ বার পঠিত

হককথা ডেস্ক : সম্প্রতি গুগল ক্রোমের ব্যবহারকারীদের সতর্ক করলো ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সার্ট-ইন (CERT-In)।
তারা বলেন, যেসব গুগল ক্রোম ব্যবহারকারীরা ৯৯.০.৪৮৪৪.৭৪ ভার্সন ব্যবহার করেন, মূলত তাদের সামনেই বড় সিকিওরিটি ব্রিচের ঝুঁকি রয়েছে। গুগল ক্রোমের এই ভার্সনে একাধিক দুর্বলতা ধরা পড়েছে।
সংস্থার দাবি, রিমোট স্থানে বা দূরবর্তী কোনো স্থান থেকে আক্রমণকারীকে নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে এই ভার্সন। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও বাইপাস করতে পারে বা লক্ষ্যযুক্ত সিস্টেমের শর্তাবলী লঙ্ঘন করে আক্রমণ চালাতে পারে সাইবার জালিয়াতরা।
মূলত ব্লিঙ্ক লেআউট ফ্রি হওয়ার পরে তার ব্যবহার, এক্সটেনশনস, সেফ ব্রাউজিং, স্প্লিটস্ক্রিন, অ্যাঙ্গেল, নিউ ট্যাব পেজ, ব্রাউজার ইউআই এবং জিপিউ-র ভেতরে হিপ বাফার ওভারফ্লো ইত্যাদির কারণে গুগল ক্রোম ৯৯.০.৪৮৪৪.৭৪ ভার্সনে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দেখা গিয়েছে।
এজন্য গুগল ক্রোম আপডেটের পরামর্শ দিচ্ছে তারা। যেভাবে আপডেট করবেন গুগল ক্রোম-
আপনার ডেস্কটপে গুগল ক্রোম খুলুন।
এরপর ডান দিকে থ্রি ডিট মেনু অর্থাৎ তিনটি ডট দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন।
‘হেল্প’ অপশনে ক্লিক করুন।
‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনে ট্যাপ করুন।
এবার ‘আপডেট গুগল ক্রোম’ অপশনে ক্লিক করুন (মনে রাখতে হবে: আপনার কম্পিউটারে বা মোবাইলে যদি লেটেস্ট ক্রোম ভার্সন থাকে, তাহলে এই বাটন আপনাকে দেখানো হবে না।)
সবশেষে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করুন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গুগল ক্রোম আপডেট করুন এখনই

প্রকাশের সময় : ০২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

হককথা ডেস্ক : সম্প্রতি গুগল ক্রোমের ব্যবহারকারীদের সতর্ক করলো ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সার্ট-ইন (CERT-In)।
তারা বলেন, যেসব গুগল ক্রোম ব্যবহারকারীরা ৯৯.০.৪৮৪৪.৭৪ ভার্সন ব্যবহার করেন, মূলত তাদের সামনেই বড় সিকিওরিটি ব্রিচের ঝুঁকি রয়েছে। গুগল ক্রোমের এই ভার্সনে একাধিক দুর্বলতা ধরা পড়েছে।
সংস্থার দাবি, রিমোট স্থানে বা দূরবর্তী কোনো স্থান থেকে আক্রমণকারীকে নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে এই ভার্সন। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও বাইপাস করতে পারে বা লক্ষ্যযুক্ত সিস্টেমের শর্তাবলী লঙ্ঘন করে আক্রমণ চালাতে পারে সাইবার জালিয়াতরা।
মূলত ব্লিঙ্ক লেআউট ফ্রি হওয়ার পরে তার ব্যবহার, এক্সটেনশনস, সেফ ব্রাউজিং, স্প্লিটস্ক্রিন, অ্যাঙ্গেল, নিউ ট্যাব পেজ, ব্রাউজার ইউআই এবং জিপিউ-র ভেতরে হিপ বাফার ওভারফ্লো ইত্যাদির কারণে গুগল ক্রোম ৯৯.০.৪৮৪৪.৭৪ ভার্সনে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দেখা গিয়েছে।
এজন্য গুগল ক্রোম আপডেটের পরামর্শ দিচ্ছে তারা। যেভাবে আপডেট করবেন গুগল ক্রোম-
আপনার ডেস্কটপে গুগল ক্রোম খুলুন।
এরপর ডান দিকে থ্রি ডিট মেনু অর্থাৎ তিনটি ডট দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন।
‘হেল্প’ অপশনে ক্লিক করুন।
‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনে ট্যাপ করুন।
এবার ‘আপডেট গুগল ক্রোম’ অপশনে ক্লিক করুন (মনে রাখতে হবে: আপনার কম্পিউটারে বা মোবাইলে যদি লেটেস্ট ক্রোম ভার্সন থাকে, তাহলে এই বাটন আপনাকে দেখানো হবে না।)
সবশেষে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করুন।
হককথা/এমউএ