কীভাবে ফেসবুক আপনার মনের কথা জানে
- প্রকাশের সময় : ০১:৪০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ৭৫ বার পঠিত
হককথা ডেস্ক : বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। বিশ্বের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। দিন দিন নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মে। এতে ব্যবহারকারীদের সংখ্যাও দিন দিন বেড়েই যাচ্ছে।
আবার ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক। এটা আমরা সবাই জানি। ব্যবহারকারীদের মনের কথা জানতে তাদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে ‘মাইন্ড রিডিং’ প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে থাকে ফেসবুক। মাইন্ড রিডিং প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের মানসিক অবস্থা, আগ্রহ থেকে শুরু করে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা সম্পর্কেও ধারণা পেয়ে থাকে ফেসবুক।
অনেকের ধারণা, ফেসবুক গোপনে মুঠোফোনের মাইক্রোফোন চালু করে ব্যবহারকারীদের কথা শোনে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। কিন্তু বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে ফেসবুক। মাইন্ড রিডিং প্রযুক্তি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের খুঁটিনাটি সব তথ্য নিয়মিত সংগ্রহ করতে থাকে ফেসবুক। আপনি কম্পিউটার বা মুঠোফোনে ফেসবুক বা মেসেঞ্জারে কোন ধরনের পোস্ট বেশি দেখেন, লাইক দেন বা মন্তব্য করেন-সে বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করে ফেসবুক। এসব তথ্যের পাশাপাশি বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট ব্রাউজিং ইতিহাসও সংগ্রহ করে ফেসবুক।
ফেসবুকে ঢুঁ না মারলেও অ্যাপটির ক্যাশ মেমোরিতে কয়েক শ মেগাবাইট তথ্য নিয়মিত জমা হয়। মুঠোফোনে কোনো ধরনের ভিডিও দেখছেন বা ওয়েবসাইটে কোনো বিষয়ে তথ্য খুঁজছেন-সেগুলোর তথ্য সংগ্রহ করে ফেসবুক। আর এসব তথ্য একসাথে বিশ্লেষণ করে ব্যবহারকারী মনে মনে কী ভাবছে, সে বিষয়ে অনুমান করে থাকে ফেসবুক।
হককথা/এমউএ