নিউইয়র্ক ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আইফোনে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও ধারণ করা যাবে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৬০ বার পঠিত

আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :   আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত আইফোনে সংরক্ষিত ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। অর্থাৎ কোনো ভিডিও পাঠাতে হলে তা আগে থেকেই ফোনের স্টোরেজে থাকতে হতো। তবে নতুন সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। এতে এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকছে। এদিকে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।

নতুন সংস্করণে ‘কল শিডিউল’ সুবিধাও কাজ করবে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আশা করছে, এই সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। সূত্র : আজকের পত্রিকা
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আইফোনে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও ধারণ করা যাবে

প্রকাশের সময় : ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :   আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত আইফোনে সংরক্ষিত ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। অর্থাৎ কোনো ভিডিও পাঠাতে হলে তা আগে থেকেই ফোনের স্টোরেজে থাকতে হতো। তবে নতুন সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। এতে এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকছে। এদিকে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।

নতুন সংস্করণে ‘কল শিডিউল’ সুবিধাও কাজ করবে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আশা করছে, এই সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। সূত্র : আজকের পত্রিকা
সুমি/হককথা