দ্বিতীয় দিনের মতো জাতিসংঘে ড. ইউনূসের ব্যস্ততম দিন অতিবাহিত
সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের আহ্বান
- প্রকাশের সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশে যোগ দিয়ে বাংলাদেশের আন্তরবর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দিতীয় দিনের মতো বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যস্ত সময় অতিবাহিত করেন। ড. ইউনূস এদিন নিউইয়র্কের একটি হোটেলে ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। এর আগে দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন।
এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস এবং সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারা বুধবার নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবল-এ অংশগ্রহণ করেন। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই রাউন্ডটেবল-এ তারা দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে।
অপরদিকে ড. ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন : টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য – এসডিজি অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এ বিষয়ে তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে বলেন, এগুলো কার্যকর করলে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতার সমস্যা সমাধান সম্ভব হবে। অধ্যাপক ইউনূস আরও বলেন, আমাদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না।
আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে তার ভাষণ দেয়ার কথা।
















