জাতিসংঘ মানবাধিকার পরিষদে জায়গা পেল না সৌদি
- প্রকাশের সময় : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ৬৬ বার পঠিত
হককথা ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেয়া হয়নি। সৌদি আরব মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করে- এমন অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সৌদি আরবকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানোর পর সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করা হলো। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেয়ার আহবান জানিয়েছিল।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সৌদি আরব মানবাধিকার লংঘন করে এবং মানবাধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের রিরুদ্ধে মারাত্মক দমন পীড়ন চালানো হয়। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত ৭,২০০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। এই প্রসঙ্গটি উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চার্বোনিউ বলেছেন, শিশু হত্যাকারীরা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না। ছবি: জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভা। (সূত্র: ভোরের কাগজ)