নিউইয়র্ক ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু ১৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ১৯ সেপ্টেম্বর : ভাষণ ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ১৮৫ বার পঠিত

সালাহউদ্দিন আহমেদ: জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর রোববার। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই লেবেল জেনারেল ডিবেট শুরু হবে ২১ সেপ্টেম্বর। এদিকে এবারের অধিবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে নিউইয়র্ক আসছেন ১৯ সেপ্টেম্বর। তিনি আসন্ন অধিবেশনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন। জাতিসংঘে বাংলাদেশ মিশন, কূটনৈতিক সূত্র ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র অবস্থান করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর রোববার দুপুরে জেএফকে বিমানবন্দরে পৌছার পর সেখান থেকে সরাসরি তাঁর জন্য নির্ধারিত হোটেলে উঠবেন। পরবর্তীতে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণের দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীর সাক্ষাতের সময় না থাকলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ভর্চ্যুয়ালী তাঁকে সংবর্ধণা প্রদান এবং ‘ভাচ্যুয়াল ভিডিও কনফারেন্স’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে সূত্র জানায়। এরবার ঘটা করে তাঁর জন্মদিনও পালিত হবে না। প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি হয়ে ১ অক্টোবর লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্ম দিন।
জানা গেছে, মহামারী করোনা, আফগানিস্তান প্রসঙ্গ সহ আন্তর্জাতিক প্রেক্ষাপটে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি করোনার প্রেক্ষিতে সৃষ্ট নানা সঙ্কট সহ রোহিঙ্গা ইস্যু-কে কেন্দ্র করে বাংলাদেশও এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে দেখছে। সূত্র মতে, অতীতের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু ছাড়াও করোনা পরিস্থিতিতে সৃষ্ট নানা সঙ্কটের কথা গুরুত্বের সাথে তুলে ধরবেন।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে বাংলাদেশ মিশনে চলছে ব্যস্ততা। সূত্র মতে করোনার কারণে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন সীমিত। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও দলের পক্ষ থেকে নিচ্ছে নানা প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফাইনালী নিউইয়র্ক আসছেন। তিনি ১৯ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক এসে পৌছবেন। তাঁর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই তাঁর সম্মানে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম প্রেরীত এক প্রেস বিজ্হপ্তিতে জানানো হয়েছে, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ‘দেশরতœ’ শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর ১৯ তারিখ জেএফকে বিমান বন্দরে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানানো হবে। বিগত বছরে, যেভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা বা কথা বলার সুযোগ ছিল এবার কোভিড-১৯ এর কারণে কিছুটা বঞ্চিত হবো। সেপ্টেম্বর ১৯ তারিখে সকাল ১১ টার মধ্যে জেএফকে বিমানবন্দরের ৪ নাম্বার টার্মিনালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য সকল নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার সহ উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিনীত আনুরোধ জানানো হয়।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী ‘ভাচ্যুয়াল ভিডিও কনফারেন্স’-এ আগামী ২৪ সেপ্টেম্বর ‘হোটেল স্যুইট’ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। স্থান ও সময় পরে জানানো হবে।
বিশ্ব দরবারে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে বাংলায় প্যান্ডামিক ও বিশ্বের মানব জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষণ দিবেন সেপ্টেম্বর ২৪ অথবা ২৫ তারিখে। এ দিনে আগের বছরের মতো জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকলকে দুপুর ১২ টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিনীত আবেদন রাখা হচ্ছে। সকল নেতাকর্মীদের প্রতি বিনীত আবেদন তাদের বুদ্ধিমত্তা দিয়ে সহযোগিতা করার জন্য যাতে প্রধানমন্ত্রীকে স্বরণকালে সর্ববৃহৎ অভ্যর্থনা ও ডিজিটাল সংবর্ধনা দিতে পারি।’ ফাইল ফটো

 

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু ১৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ১৯ সেপ্টেম্বর : ভাষণ ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর

প্রকাশের সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

সালাহউদ্দিন আহমেদ: জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর রোববার। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই লেবেল জেনারেল ডিবেট শুরু হবে ২১ সেপ্টেম্বর। এদিকে এবারের অধিবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে নিউইয়র্ক আসছেন ১৯ সেপ্টেম্বর। তিনি আসন্ন অধিবেশনে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন। জাতিসংঘে বাংলাদেশ মিশন, কূটনৈতিক সূত্র ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র অবস্থান করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর রোববার দুপুরে জেএফকে বিমানবন্দরে পৌছার পর সেখান থেকে সরাসরি তাঁর জন্য নির্ধারিত হোটেলে উঠবেন। পরবর্তীতে ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণের দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীর সাক্ষাতের সময় না থাকলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ভর্চ্যুয়ালী তাঁকে সংবর্ধণা প্রদান এবং ‘ভাচ্যুয়াল ভিডিও কনফারেন্স’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে সূত্র জানায়। এরবার ঘটা করে তাঁর জন্মদিনও পালিত হবে না। প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি হয়ে ১ অক্টোবর লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্ম দিন।
জানা গেছে, মহামারী করোনা, আফগানিস্তান প্রসঙ্গ সহ আন্তর্জাতিক প্রেক্ষাপটে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি করোনার প্রেক্ষিতে সৃষ্ট নানা সঙ্কট সহ রোহিঙ্গা ইস্যু-কে কেন্দ্র করে বাংলাদেশও এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে দেখছে। সূত্র মতে, অতীতের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু ছাড়াও করোনা পরিস্থিতিতে সৃষ্ট নানা সঙ্কটের কথা গুরুত্বের সাথে তুলে ধরবেন।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে বাংলাদেশ মিশনে চলছে ব্যস্ততা। সূত্র মতে করোনার কারণে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন সীমিত। অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও দলের পক্ষ থেকে নিচ্ছে নানা প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফাইনালী নিউইয়র্ক আসছেন। তিনি ১৯ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক এসে পৌছবেন। তাঁর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই তাঁর সম্মানে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম প্রেরীত এক প্রেস বিজ্হপ্তিতে জানানো হয়েছে, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী ‘দেশরতœ’ শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর ১৯ তারিখ জেএফকে বিমান বন্দরে অবতরণ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানানো হবে। বিগত বছরে, যেভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা বা কথা বলার সুযোগ ছিল এবার কোভিড-১৯ এর কারণে কিছুটা বঞ্চিত হবো। সেপ্টেম্বর ১৯ তারিখে সকাল ১১ টার মধ্যে জেএফকে বিমানবন্দরের ৪ নাম্বার টার্মিনালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য সকল নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার সহ উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিনীত আনুরোধ জানানো হয়।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী ‘ভাচ্যুয়াল ভিডিও কনফারেন্স’-এ আগামী ২৪ সেপ্টেম্বর ‘হোটেল স্যুইট’ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। স্থান ও সময় পরে জানানো হবে।
বিশ্ব দরবারে বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে বাংলায় প্যান্ডামিক ও বিশ্বের মানব জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষণ দিবেন সেপ্টেম্বর ২৪ অথবা ২৫ তারিখে। এ দিনে আগের বছরের মতো জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকলকে দুপুর ১২ টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিনীত আবেদন রাখা হচ্ছে। সকল নেতাকর্মীদের প্রতি বিনীত আবেদন তাদের বুদ্ধিমত্তা দিয়ে সহযোগিতা করার জন্য যাতে প্রধানমন্ত্রীকে স্বরণকালে সর্ববৃহৎ অভ্যর্থনা ও ডিজিটাল সংবর্ধনা দিতে পারি।’ ফাইল ফটো