ওয়াগনার প্রসঙ্গে টেলরকে একহাত নিলেন উইলিয়ামসন
- প্রকাশের সময় : ০৩:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৫৬ বার পঠিত
টেস্ট ক্যারিয়ারে তিন অঙ্ক ছোয়ার পর কেইন উইলিয়ামসন উদযাপন করেছেন অনেক বার। উইলিয়ামসনকে এবার হাতছানি দিয়ে ডাকছে অন্যরকম এক সেঞ্চুরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটাই উইলিয়ামসনের শততম টেস্ট হতে যাচ্ছে।
উইলিয়ামসনের মতো শততম টেস্টের মাইলফলকের সামনে দাড়িয়ে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি। তবে মাঠের বাইরের ঘটনায় যে অস্বস্তি বিরাজ করছে নিউজিল্যান্ড দলে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটের জলে টেস্টকে নিল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই ইস্যুতেই বোমা ফাটান রস টেলর। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইক পডকাস্ট অনুষ্ঠানে ওয়াগনারের অবসর প্রসঙ্গে টেলর বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এটা বাধ্যতামূলক অবসর। ওয়াগনারের অবসরের সংবাদ সম্মেলন শুনলে বুঝতে পারবেন।’
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে আজ নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ওয়াগনারকে নিয়ে টেলরের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয় উইলিয়ামসনকে। উইলিয়ামসন তখন বলেন, ‘আমি মনে করি না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি, গত সপ্তাহে তার জন্য দারুণ এক সপ্তাহ ছিল। তার যে দুর্দান্ত ক্যারিয়ার, সেটার ওপরই প্রতিফলন করা হয়েছিল। নে দলের জন্য এমন অসাধারণ কিছু করেছে। তার দক্ষতা ও সংখ্যা আমরা সকলেই দেখেছি। সে তার আপ্রাণ চেষ্টা করে যা করেছে, সেটা অবিশ্বাস্য।’ সূত্র : আজকের পত্রিকা।