পুরস্কার বিতরণে কেন ছিলেন না পাকিস্তানের কেউ, যা জানা গেল

- প্রকাশের সময় : ১২:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৪২ বার পঠিত
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তানের কোনও প্রতিনিধি কেন মঞ্চে ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শোয়েব আখতার কিংবা রশিদ লাতিফের মতো প্রাক্তন ক্রিকেটার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
রীতি অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই ছিলেন দুজন। সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া থাকলেও পাকিস্তানের কোনও ক্রিকেট কর্তা ছিলেন না। ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। অর্থাৎ, মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয় ছিলেন।
ক্রিকবাজের এক প্রতিবেদন বলছে, প্রটোকল অনুযায়ী বোর্ড চেয়ারম্যান ছাড়া আর কারোরই পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু রোববারের ফাইনালে ছিলেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নাকভি সেদিন ব্যস্ত ছিলেন সংসদীয় কাজে। যে কারণে ইসলামাবাদেই রোববারের ব্যস্ত দিন পার করেছেন পিসিবি চেয়ারম্যান।
যদিও জানা গিয়েছে, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তিনি প্রতিযোগিতার ডিরেক্টরও। চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবু তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, আইসিসির দায়িত্বপ্রাপ্তেরা নাকি সুমাইরের উপস্থিতির কথা জানতেন না।
পুরো ঘটনার জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এর জবাবে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবি একইসঙ্গে দেবজিৎ সাইকিয়ার উপস্থিতি প্রসঙ্গেও আলাদা ব্যাখ্যা চেয়েছে বলে উল্লেখ করেছে একাধিক গণমাধ্যম। সূত্র : ঢাকাপোস্ট