‘বার্নাব্যুতে যা ঘটেছে তা লজ্জার’
- প্রকাশের সময় : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ৮১ বার পঠিত
লা লিগায় তলানিতে থাকা আলমেরিয়ার বিপক্ষে রবিবার রাতে মাঠে নামে চলতি মৌসুমে দারুন ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রধমার্ধে এদিন চেনা ছন্দ দেখা যায়নি কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের। পুরো মাঠে লস ব্লাঙ্কোসদের দেখে মনে হচ্ছিলো কয়দিন আগে কোপা দেল রের সেই হারের ছাপ ছিলো মাঠে। যার ফল প্রধমার্ধে দুই গোল হজমও করে গ্যালাক্টিকোরা। তবে পরের গল্পটা সেই পুরোনো। ঘুরে দাড়িয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে শেষ হাসি হাসে আনচেলত্তির শিষ্যরা। আর তাতেই লা লিগার শীর্ষে ওঠে স্প্যানিশ জায়ান্টরা।
তবে রিয়ালের এই জয় ম্লান হয়েছে রেফারিং এবং ভিএআর বিতর্কের জেরে। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে ভিএআর এ দেয়া তিনটি সিদ্ধান্তই গেছে রিয়ালের পক্ষে যার দুইটিতে গোল পেয়েছে মাদ্রিদ, অন্যটিতে গোল বাতিল হয়েছে আলমেরিয়ার।
৫৭ মিনিটে রিয়ালের জোসেলুর হেড হাতে লাগে আলমেরিয়ার কাইকি ফার্নান্দেজের যাতে পরে ভিএআরের সাহায্য নিয়ে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর রিয়ালের জালে বল পাঠান আলমেরিয়ার সার্জিও আরিবাস, তবে ভিএআরে তা বাতিল হয়। এরপর ৬৭ মিনিটে ভিনিস্যুসের করা গোল হ্যান্ড হয়েছে বলে বাতিল করেন রেফারি যা ভিএআর এর দেয়া সিদ্ধান্তে ফিরে পায় রিয়াল।
এমন পক্ষপাতিত্বের প্রতিবাদ সেদিন ম্যাচ শেষেই জানিয়েছিলেন আলমেরিয়ার কোচ এবং ফুটবলাররা। এই ম্যাচের প্রসঙ্গ টেনে রিয়ালকে খোঁচা দিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভিও। তিনি বলেন, ‘আমি হেতাফে ম্যাচের দিনই বলেছি, এই লিগ জেতাটা কঠিন হয়ে যাচ্ছে। অনেকের হয়তো মনে পড়বে না, কিন্তু এবারের আসরে আমরা আরও ছয় পয়েন্ট পেতে পারতাম। এখানে অজুহাত দিচ্ছি না। এগুলো বাস্তবতা। ৯৫ মিনিটে একটা ক্রস আসে…কিছু ব্যাপার আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। সবাই দেখেছে আজ কী ঘটেছে।’
এবার সেই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। এমন ঘটনা লজ্জার বলেও জানিয়েছেন তিনি। মুন্দো দেপার্তিভোকে লাপোর্তা বলেন, ‘বার্নাব্যুতে যা ঘটেছে তা লজ্জার। আমি মনে করি, মৌসুমজুড়ে রেফারিদের ওপর ক্রমাগত যে চাপ দেওয়া হচ্ছে, সেটার প্রতিক্রিয়া তাদের জানাতে হবে। যদি তারা প্রতিক্রিয়া না জানায়, তবে তারা আমাদের খুব অস্বস্তিতে ফেলে দেবে। কারণ আমরা বুঝতে পারব যে স্বাভাবিক প্রক্রিয়া বর্জন করা হচ্ছে।’ সূত্র : ঢাকা মেইল।