নিউইয়র্ক ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচসেরা শান্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ১১৮ বার পঠিত

ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১১৭ রানের। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন শান্ত। সঙ্গে দুর্দান্ত নেতৃত্ব তো ছিলই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শান্তই বাংলাদেশের জয়ের নায়ক। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে আটকে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। রান তাড়ায় ৯২ রানে ৪ উইকেট হারানোর পর শান্ত আর মুশফিকুর রহিম মিলে গড়েন ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সবচেয়ে বড় জুটি বাংলাদেশের। এর আগে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে ৬৯ রান যোগ করেছিলেন শান্ত। দুর্দান্ত ব্যাটিং করা শান্ত বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১২৯ বলে ১৩ চার আর ২ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। সূত্র : জাগোনিউজ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচসেরা শান্ত

প্রকাশের সময় : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১১৭ রানের। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন শান্ত। সঙ্গে দুর্দান্ত নেতৃত্ব তো ছিলই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শান্তই বাংলাদেশের জয়ের নায়ক। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে আটকে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। রান তাড়ায় ৯২ রানে ৪ উইকেট হারানোর পর শান্ত আর মুশফিকুর রহিম মিলে গড়েন ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সবচেয়ে বড় জুটি বাংলাদেশের। এর আগে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে ৬৯ রান যোগ করেছিলেন শান্ত। দুর্দান্ত ব্যাটিং করা শান্ত বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১২৯ বলে ১৩ চার আর ২ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। সূত্র : জাগোনিউজ।