নিউইয়র্ক ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ৫১ বার পঠিত

তিন বছর ভারত জাতীয় দলের স্পন্সর ছিল বাইজুস। শিক্ষাপ্রযুক্তি বিষয়ক এই প্রতিষ্ঠানটির কাছে স্পন্সরশিপ বাবদ প্রায় ১৯ মিলিয়ন ডলার বকেয়া পাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যা বাংলাদেশি টাকায় প্রায় ২২৩ কোটি।

২০১৯ সালের সেপ্টেম্বরে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল বিসিসিআই। এরপর ২০২৩ সালের জুনে বাইজুসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন স্পন্সর নিয়োগ দেয় বিসিসিআই। ভারতে আয়োজিত প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ৪.৬ কোটি রুপি দিত বাইজুস।

গত বছর সেপ্টেম্বরে বাইজুসের মূল সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বকেয়া অর্থের জন্য মামলা করে বিসিসিআই। শুনানির জন্য ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। এবার সেই মামলা গ্রহণ করেছে ভারতের আদালত। অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সমোঝতায় পৌঁছাতে চায় তারা।

এরই মধ্যে বিসিসিআইয়ের একটি পিটিশন গ্রহণ করেছে বেঙ্গালুরুর জাতীয় কোম্পানি ল আদালত (এনসিএলটি)। বাইজুসের আর্থিক অক্ষমতার ব্যাপারটি পর্যবেক্ষণেরও আদেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালত তার আদেশে বলেছেন, ‘ঋণের উপস্থিতি ও ঋণের দেনা শোধে অপারগতা পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হয়েছে।’

বাইজুস অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে বাইজুসের মুখপাত্র বলেন, ‘সব সময়ই যা করেছি, আমরা বিসিসিআইয়ের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে চাই এবং আমরা আত্মবিশ্বাসী এ আদেশের পরও সমঝোতায় পৌঁছানো যাবে। এর মধ্যে আমাদের আইনজীবীরা এ আদেশ পর্যবেক্ষণ করছে এবং কোম্পানির স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ সূত্র: ঢাকা পোষ্ট।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশের সময় : ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

তিন বছর ভারত জাতীয় দলের স্পন্সর ছিল বাইজুস। শিক্ষাপ্রযুক্তি বিষয়ক এই প্রতিষ্ঠানটির কাছে স্পন্সরশিপ বাবদ প্রায় ১৯ মিলিয়ন ডলার বকেয়া পাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যা বাংলাদেশি টাকায় প্রায় ২২৩ কোটি।

২০১৯ সালের সেপ্টেম্বরে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল বিসিসিআই। এরপর ২০২৩ সালের জুনে বাইজুসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন স্পন্সর নিয়োগ দেয় বিসিসিআই। ভারতে আয়োজিত প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ৪.৬ কোটি রুপি দিত বাইজুস।

গত বছর সেপ্টেম্বরে বাইজুসের মূল সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বকেয়া অর্থের জন্য মামলা করে বিসিসিআই। শুনানির জন্য ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। এবার সেই মামলা গ্রহণ করেছে ভারতের আদালত। অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সমোঝতায় পৌঁছাতে চায় তারা।

এরই মধ্যে বিসিসিআইয়ের একটি পিটিশন গ্রহণ করেছে বেঙ্গালুরুর জাতীয় কোম্পানি ল আদালত (এনসিএলটি)। বাইজুসের আর্থিক অক্ষমতার ব্যাপারটি পর্যবেক্ষণেরও আদেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালত তার আদেশে বলেছেন, ‘ঋণের উপস্থিতি ও ঋণের দেনা শোধে অপারগতা পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হয়েছে।’

বাইজুস অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। এ প্রসঙ্গে বাইজুসের মুখপাত্র বলেন, ‘সব সময়ই যা করেছি, আমরা বিসিসিআইয়ের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে চাই এবং আমরা আত্মবিশ্বাসী এ আদেশের পরও সমঝোতায় পৌঁছানো যাবে। এর মধ্যে আমাদের আইনজীবীরা এ আদেশ পর্যবেক্ষণ করছে এবং কোম্পানির স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ সূত্র: ঢাকা পোষ্ট।