নিউইয়র্ক ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দেশে ফিরে সাকিব-মাহমুদকে নিয়ে আক্ষেপ তাসকিনের

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ২০ বার পঠিত

যুক্তরাষ্ট সফর, সেখান থেকে সরাসরি বিশ্বকাপ। সব মিলিয়ে দেড় মাসের বেশি সময় পর দেশে ফিরেছেন তাসকিন আহমেদরা। এই লম্বা সফরের শুরু আর শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। তবে মাঝের সময়ে মনে রাখার মতো কিছু স্মৃতি পেয়েছে নাজমুল হোসেনদের দল।

দীর্ঘদিন পর আজ সকালে দেশে ফিরে বিমানবন্দরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাসকিনের কথায়। একই সঙ্গে সহ-অধিনায়ক আক্ষেপ করলেন, দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদ উল্লাহকে নিয়ে।

অভিজ্ঞ দুই ক্রিকেটারের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘দুজন সিনিয়রের ছন্দে না থাকা আমাদের দলে অবশ্যই প্রভাব পড়েছে।’ তবে মাঠের বাইরে তাদের সঙ্গে ভালো সময় কেটেছে বলে জানালেন, ‘এই যে ৪৭ দিন এক সঙ্গে ছিলাম, সবার আচরণ খুব ভালো ছিল, সবাই এক সঙ্গে ছিলাম।

অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল। আসলে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছন্দে না থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব।’

শুধু সাকিব আর মাহমুদ নন, এবারের বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার, মিডল অর্ডারও ধারাবিকতা ধরে রাখতে পারেনি।

এই সমস্যা শুধু বিশ্বকাপেই যে দেখা গেছে তা নয়। বিশ্বকাপের বেশ আগে থেকেই রানের মধ্যে নেই লিটন দাস, নাজমুল হোসেনরা।

তাসকিন নিজেও দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটারদের এত বাজে অবস্থা দেখেননি, ‘আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে।’

দলের পারফরম্যান্সের প্রসঙ্গ উঠতে বললেন, ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে তো আমরা শুরু থেকেই পরিসংখ্যান ভালো ছিল না। আগের থেকে তো উন্নতি তো হচ্ছে। শুধু নেতিবাচক বিষয় দেখলে তো হবে না। এমনিতেও মাইনাসেই আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি, করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরাও আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’ সূত্র: কালের কন্ঠ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দেশে ফিরে সাকিব-মাহমুদকে নিয়ে আক্ষেপ তাসকিনের

প্রকাশের সময় : ০৬:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

যুক্তরাষ্ট সফর, সেখান থেকে সরাসরি বিশ্বকাপ। সব মিলিয়ে দেড় মাসের বেশি সময় পর দেশে ফিরেছেন তাসকিন আহমেদরা। এই লম্বা সফরের শুরু আর শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। তবে মাঝের সময়ে মনে রাখার মতো কিছু স্মৃতি পেয়েছে নাজমুল হোসেনদের দল।

দীর্ঘদিন পর আজ সকালে দেশে ফিরে বিমানবন্দরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাসকিনের কথায়। একই সঙ্গে সহ-অধিনায়ক আক্ষেপ করলেন, দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদ উল্লাহকে নিয়ে।

অভিজ্ঞ দুই ক্রিকেটারের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘দুজন সিনিয়রের ছন্দে না থাকা আমাদের দলে অবশ্যই প্রভাব পড়েছে।’ তবে মাঠের বাইরে তাদের সঙ্গে ভালো সময় কেটেছে বলে জানালেন, ‘এই যে ৪৭ দিন এক সঙ্গে ছিলাম, সবার আচরণ খুব ভালো ছিল, সবাই এক সঙ্গে ছিলাম।

অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল। আসলে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছন্দে না থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব।’

শুধু সাকিব আর মাহমুদ নন, এবারের বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার, মিডল অর্ডারও ধারাবিকতা ধরে রাখতে পারেনি।

এই সমস্যা শুধু বিশ্বকাপেই যে দেখা গেছে তা নয়। বিশ্বকাপের বেশ আগে থেকেই রানের মধ্যে নেই লিটন দাস, নাজমুল হোসেনরা।

তাসকিন নিজেও দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটারদের এত বাজে অবস্থা দেখেননি, ‘আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে।’

দলের পারফরম্যান্সের প্রসঙ্গ উঠতে বললেন, ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে তো আমরা শুরু থেকেই পরিসংখ্যান ভালো ছিল না। আগের থেকে তো উন্নতি তো হচ্ছে। শুধু নেতিবাচক বিষয় দেখলে তো হবে না। এমনিতেও মাইনাসেই আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি, করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরাও আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’ সূত্র: কালের কন্ঠ।