কপাল খুলছে শান্তর!
- প্রকাশের সময় : ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৯১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক :নির্বাচনের মাঠে ব্যস্ত সময় কাটচ্ছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বর্তমান অধিনায়কের ওপর অনেকটা খুশি বিসিবি। তাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
রোববার (২৪ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, শান্তকে অধিনায়ক (পূর্ণ মেয়াদে) করার বিষয়ে আলোচনা হবে। দল আসার পরে। সিনিয়রদের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে রিপ্লেস করার মতো। সাকিব নির্বাচন শেষে বোর্ডের সঙ্গে বসে নিজের কথা জানাবেন। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে।
শান্তের নেতৃত্বে নিউজিল্যান্ডে সিরিজ হারলেও শেষ ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে টাইগাররা। এই বিষয়ে জালাল ইউনুস বলেন, নিউজিল্যান্ডকে হারিয়ে স্বস্তিতে বিসিবি। সিরিজ না জিতলেও ৩ ম্যাচেই ভালো খেলেছে। টি-২০ সিরিজে এটা অনুপ্রেরণা জোগাবে।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল
হককথা/নাছরিন