নিউইয়র্ক ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফিরছেন সাকিব, কী বলছেন শান্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ৭৯ বার পঠিত

মার্চের ১ তারিখ বিপিএল শেষ হওয়ার পরেই জানা গিয়েছিল শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এরপর টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজে খেলেননি টাইগার এই সুপারস্টার। তবে সম্প্রতি জানা গিয়েছে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন সাকিব। সিলেট টেস্টে ভরাডুবির পর যা নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশকে।

গতকাল লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের কাছ থেকেই অধিনায়কত্ব পেয়েছেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হয় পরের টেস্টে সাকিবের ফেরার কথা চলছে, সেটা দলের জন্য কতটা স্বস্তির?

শান্ত জবাব দিয়েছেন ইতিবাচক ভাবেই, ‘অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরে তাহলে ভালোই হবে।’

এর আগে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক সম্প্রতি সাকিবের ফেরা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি আঙ্গুলের চোটের কারণে। এরপর চোখের সমস্যায় ভুগেছেন। বিপিএল এবং ডিপিএলে সময় দিয়েছেন। এবার ফের জাতীয় দলে আসছেন সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফিরছেন সাকিব, কী বলছেন শান্ত

প্রকাশের সময় : ০৭:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

মার্চের ১ তারিখ বিপিএল শেষ হওয়ার পরেই জানা গিয়েছিল শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এরপর টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজে খেলেননি টাইগার এই সুপারস্টার। তবে সম্প্রতি জানা গিয়েছে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন সাকিব। সিলেট টেস্টে ভরাডুবির পর যা নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে বাংলাদেশকে।

গতকাল লঙ্কানদের বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের কাছ থেকেই অধিনায়কত্ব পেয়েছেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হয় পরের টেস্টে সাকিবের ফেরার কথা চলছে, সেটা দলের জন্য কতটা স্বস্তির?

শান্ত জবাব দিয়েছেন ইতিবাচক ভাবেই, ‘অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরে তাহলে ভালোই হবে।’

এর আগে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক সম্প্রতি সাকিবের ফেরা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি আঙ্গুলের চোটের কারণে। এরপর চোখের সমস্যায় ভুগেছেন। বিপিএল এবং ডিপিএলে সময় দিয়েছেন। এবার ফের জাতীয় দলে আসছেন সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

হককথা/নাছরিন